ব্রেকিং নিউজ
Home - অপরাধ - হিট অ্যান্ড রান মামলা : সকল অভিযোগ থেকে মুক্ত সালমান

হিট অ্যান্ড রান মামলা : সকল অভিযোগ থেকে মুক্ত সালমান

বলিউড অভিনেতা সালমান খানের বহুল আলোচিত ‘হিট অ্যান্ড রান’ মামলার সাজার বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা করা হয় আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার।

মুম্বাই উচ্চ আদালত এ রায় ঘোষণা করেন। দীর্ঘ ১৩ বছর ধরে চলা এ মামলায় সালমানকে সকল অপরাধ থেকে অব্যাহতি দিয়েছেন মুম্বাই উচ্চ আদালত। পাশাপাশি এ তারকা পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন এ আদালত। এর আগে রায় ঘোষণার জন্য সালমান খানকে আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন আদালত। গত বুধবার মামলার কার্যক্রমের অংশ হিসেবে আদালত জানান, সালমান খানের ‘হিট অ্যান্ড রান’ মামলায় এ তারকার বিরুদ্ধে যে সাক্ষ্য দেওয়া হয়েছে তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বাদী পক্ষের আইনজীবী।

গত শনিবার এ মামলা নিয়ে সকল যুক্তিতর্ক শেষ হয়। সে সময় বিচারপতি এআর জোশি সালমানের সাজার বিরুদ্ধে করা আপিলের বিষয়ে আদেশ শিগগিরই প্রদান করবেন বলে জানান। ৭ ডিসেম্বর সোমবার থেকে চূড়ান্ত রায়ের কার্যক্রম শুরু হয়। এ মামলার রায় এমন সময় নির্ধারণ করা হচ্ছে যখন আগামী ২৭ ডিসেম্বর নিজের ৫০তম জন্মদিনের প্রস্তুতি নিচ্ছেন সালমান খান। উল্লেখ্য, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর সালমানের গাড়ি মুম্বাইয়ের বান্দ্রায় একটি বেকারিতে ধাক্কা মারে। এতে রাস্তার পাশে ঘুমিয়ে থাকা চার ব্যক্তি আহত হন। পরে হাসপাতালে আহতদের একজন মারা যান। এরপর গত ৬ মে এ তারকাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের স্থানীয় দায়রা আদালত । পরে সালমানকে জামিনে মুক্তি দেয় উচ্চ আদালত। তার এ মামলা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...