ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ধর্ম ও জীবন - বলেশ্বর নদী তীরে জেলে শিশুদের রঙিন বাক্সভর্তি ঈদ আনন্দ

বলেশ্বর নদী তীরে জেলে শিশুদের রঙিন বাক্সভর্তি ঈদ আনন্দ

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴

ঈদের বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় জেলেরা ছিলেন বেকার। পরিবারের শিশুরাও বয়স্কদের জেলে নৌকায় মাছধরায় সহায়তা করে। এখন পরিবারে আর্থিক অনটন। ফলে ঈদের বাড়তি খরচ মিটিয়ে জেলে পরিবারগুলোর ঈদের খরচ মেটানো কষ্টকর। জেলে পরিবারের শিশুদের আনন্দ তো ¤øান হওয়ার নয়। পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ^র নদ তীরের জেলেপল্লীর শিশুদের আজ আনন্দের এক দিন ছিলো। বলেশ^র নদী তীরের মাঝেরচর আর সাংরাইলের জেলে পল্লীর সুবিধাবি ত শিশুরা হাতে পেয়ে যায় রঙিন বাক্সভর্তি ঈদ উপহার। রঙিন বাক্সভর্তি সেমাই, চিনি, দুধ, পোলাও চাল ও মুড়ি আর নানা ঈদের উপহার পেয়ে শিশুরা নদী তীরে উছ¦াসে মেতে ওঠে।

শুক্রবার পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদ তীরের হোগলপাতি চরে সুবিধাবি ত অর্ধশত জেলে শিশুদের মাঝে তরুণদের সামাজিক সংগঠন হাতেখড়ি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে রঙিন বাক্স ভর্তি ঈদ আনন্দ উপহার বিতরণ করা হয়। ২০১৮ সাল থেকে প্রতিবছর ঈদে এ উপহার বিতরণ করে স্থানীয় তরুণ উদ্যোক্তারা এলাকায় প্রশংসিত।

বিতরণ কর্মসূচিতে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমন মিস্ত্রি সজিব, মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি সুস্মিতা অধিকারী, সহ-সভাপতি আবিদ হাসান,সাংগঠনিক সম্পাদক আকিয়া সায়মা, মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন,তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউল হক মান্না,শিশির হাওলাদার, মো. ইমদাদ হোসাইন রাব্বি, মো.রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

পশ্চিম হোগোলপাতি আজিজিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী লামিয়া বলে, এক বাক্স ঈদের উপহার পাইয়া অনেক খুশি লাগছে। আমার বাবা-মা গরিব, অনেক সময় ঈদের বাজার করতে আমাগো কষ্ট হয়। উপহার পেয়ে আমাগো অনেক উপকার হইছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, সমাজের এই অবহেলিত সুবিধাবি ত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়–ক। ওদের মুখে ঈদ আনন্দের হাসি দেখতে পাওয়াটা একটা সুখ।

স্থানীয় আমড়াগাছিয়ার ইউপি সদস্য আবুল কালাম বলেন, এ ধরনের মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে ভিষণ ভালো লাগলো। মানুষের এর এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক। আগামী বছর থেকে সংগঠনটির পক্ষ থেকে আরও বড় পরিসরে জেলে পল্লীর শিশুদের এগিয়ে আসলে আমরাও পাশে থাকবো।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরবর্তী জেলে শিশুদের জীবনমান উন্নয়নে স্থানীয় মানবিক তরুণদের সংগঠন হাতেখাড়ি ফাউÐেশন নানা প্রকল্প বাস্তবায়ন করে আসছে। জেলে শিশুদের বিদ্যালয়মুখী করণ,শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,বিনামূল্যে পাঠদান,বিভিন্ন উৎসব ও দিবস পালন,তথ্য প্রযুক্তিতে দক্ষকরণ,শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণস বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নে একদল তরুণ হাতেখড়ি ফাউন্ডেশন সংগঠনের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

x

Check Also

কাউখালীতে বেকার জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখারীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থান ...