বিশেষ প্রতিনিধি :
পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির গ্যাংয়ে সেতু বিধ্বস্ত হয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ফেরি নির্ভর ১১ রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শনিবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘাটে ভেড়ানো ফেরি আংশিক ক্ষগ্রিস্ত হয়। এছাড়া ফেরিঘাটে থাকা একটি ভ্যান ছিটকে নদীতে পড়ে যায়।
স্থানীয়দেও সূত্রে জানাগেছে, ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগড়া ফেরিঘাটের চরখালী ঘাটে ফেরি ভেড়ানো ছিলো। শনিবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি মালবাহী লাইটার জাহাজ নিয়ন্ত্রণহীনভাবে ফেরিঘাটে ধাক্কা দেয়। এিসময় ঘাটের গ্যাংওয়ে সহ ফেরি মারতাম্ক ক্ষতিগ্রস্ত হয়। ফেরির গ্যাংওয়ের বেইলী সেতু সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ফলে খুলনা, ঢাকা, মঠবাড়িয়া- পাথরঘাটা সহ ১১ টি রুটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে মানুষের কোন ক্ষতি না হলেও ইউনুস হাওলাদার নামে এক ক্ষুদে ব্যবসায়ীর ভ্যান ছিটকে নদীতে পড়ে যায়। বর্তমানে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এতে আজ রবিবার দিনভর যাত্রী সাধারণ অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়।
পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি.এম রাজিমুল আলীম রাজু বলেন, একটি লাইটার জাহাজ নিয়ন্ত্রণহীনভাবে ফেরিঘাটে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ধাক্কায় ক্ষতিগ্রস্থ ফেরি ও গ্যাংওয়ের সেতু মেরামতের কাজ চলছে। মেরামত সম্পন্ন হলেই ফেরি চালু করা হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.