ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে ১০ মিনিটের ঝড়ে গাছচাপায় দুইজন নিহত, আহত চার শতাধিক, বাড়িঘর বিধ্বস্ত

পিরোজপুরে ১০ মিনিটের ঝড়ে গাছচাপায় দুইজন নিহত, আহত চার শতাধিক, বাড়িঘর বিধ্বস্ত

পিরোজপুর প্রতিনিধি 🔴

পিরোজপুরে ১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে ঘরের ওপরে গাছ পড়ে বিপুল ক্ষতি হয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে ঝড়ে ২ জন নিহত এবং বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। সদর উপজেলার শারিকতলা ইউপির চেয়ারম্যান আজমীর মাঝি জানান, রানীপুর মরিচাল এলাকায় ঘরের ওপরে গাছ পড়ে রুবি বেগম নামে এক গৃহবধু নিহত হয়েছেন। আহত হয়েছে রুবি বেগমের আট মাসের শিশু সন্তান। এ ছাড়া নলবুনিয়া গ্রামের খালে পড়ে মৃত কানাই লাল পালের ছেলে অনিল পাল (৮২) মারা গেছেন। ওই চেয়ারম্যান জানান, ঝড়ের সময় কানাই লাল গ্রামের একটি বাজারে ছিলেন। ঝড়ের গতি বাড়তে থাকায় এসময় তিনি বাড়িতে রওনা দিলে প্রচন্ড বাতাসে তিনি খালে পড়ে নিখোঁজ হন। ঝড় থামলে পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় খাল থেকে উদ্ধার করে।
আজ রবিবার সকাল ১০ টায় হঠাৎ অন্ধকার হয়ে কালবৈশাখী ঝড়ে পিরোজপুর সদর উপজেলায় বেশ কয়েকটি এলাকার বাড়িঘর, গাছপালা লন্ডভন্ড হয়ে গেছে। বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। সকাল ১০টার দিকে হঠাৎ কালবৈশাখীতে এমন ক্ষয়ক্ষতি হয় বলে জানান পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজওয়ান। এ ঘটনায় সকাল ১০টা থেকে সদর উপজেলায় বিদ্যুৎ সংযোগ সম্প‚র্ণ বন্ধ রয়েছে।
ঝড়ে নিহত রুবি বেগম (২২) রানীপুর মরিচাল এলাকার মিরাজ সরদারের স্ত্রী। রুবি বেগমের আট মাসের মেয়ে মেহেজাবিনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় আরও কয়েক জন আহত হয়েছেন।
রুবি বেগমের স্বামী মিরাজ সরদার জানান, ‘হঠাৎ করে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আমার পরিবার এ দুর্ঘটনায় পড়ে। এতে আমার স্ত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং আমার ৮ মাসের শিশুকন্যা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।’
পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম সিকদার বলেন, হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এর পরপরই শুরু হয় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। প্রচÐ শিলাবৃষ্টি হতে থাকে। এর পরপরই আমরা বিভিন্ন স্থানে ক্ষতির খবর শুনতে পাই। পালপাড়া, খোমোরিয়া, রানীপুর, মরিচাল, শঙ্করপাশা এলাকায় বেশি ক্ষতি হয়েছে। এসব এলাকায় ঘরের ওপরে গাছ পড়ে বিপুল ক্ষতি হয়েছে। আমরা দ্রæত এসে পালপাড়া এলাকাসহ আশপাশের এলাকার চাপা পড়া ঘর ও লোকজনকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করি। এখনো কাজ চলমান আছে।’
পিরোজপুর ফায়ার স্টেশন অফিসার রেজওয়ান আহমেদ বলেন, ‘খবর পেয়ে ঝড়ের মধ্যেই আমরা এসে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় কাজ শুরু করি। পালপাড়া এলাকায় কয়েকটি বাড়িতে ব্যাপক ক্ষতি হয়েছে। সে সব বাড়িগুলোতে পড়া গাছ সরিয়ে উদ্ধার কাজ চলছে। আমাদের এ উদ্ধার অভিযান চলমান আছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, কালবৈশাখী ঝড়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া তিন-চারজন আহত আছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থালগুলোতে গিয়েছে এবং এখনো কাজ করছে। ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের সদর উপজেলা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সময় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্নয় করা সম্ভব হয়নি।

Leave a Reply

x

Check Also

কাউখালীতে বেকার জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখারীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থান ...