ব্রেকিং নিউজ
Home - সাহিত্য কথা - স্বাধীকার থেকে স্বাধীনতা

স্বাধীকার থেকে স্বাধীনতা

স্বাধীকার থেকে স্বাধীনতা
-এ ইউ জেড প্রিন্স

সেদিনও আকাশে তাঁরা ছিল,
অন্ধকার প্রতিটি রাত, আর কিছু রাত অন্ধকালো,
শেষসন্ধ্যায় হঠাৎ ইয়াহিয়ার এরোপ্লেন উড়ে চলে গেল,
রাজপথের উত্তেজনা আছড়ে পড়ল ঘুমন্ত মা্নুষের ঘরে।
মধ্যরাতে কাক-কুত্তাদের ছুটাছু্টি পুরো শহর জুড়ে
ক্যান্টনমেন্টের লনে বসা জেনারেল হামিদদের উন্নাসিকতা
লাশ হলো জিসি দেব,জ্যোতির্ময় গুহ ঠাকুরতা
মৃত্যুপুরি পিলখানা থেকে রাজারবাগ।

মাঝখানে জিরো আওয়ারের আগেই জ্বলল জগন্নাথ
ইকবাল,আর রোকেয়ায় বেলুচ-পাঞ্জাবি ব্যাটলিয়ন
এদিকে নিহত হলো কমান্ডার মোয়াজ্জেম হোসেন।
আটকের আগমূহুর্তে প্রানান্ত প্রচেষ্টা পিতার
অবশেষে সচল ইপিআরের ট্রান্সমিটার
একটি ঘোষনা, স্বাধীকার থেকে স্বাধীনতার
অভ্যন্তরে জহুর চৌধুরীর বিলি,জিয়ার বুলি,এমএ হান্নানের মাইকিং
আর বাইরে ওয়শিংটন পোষ্টে সাইমন ড্রিং।।

Leave a Reply

x

Check Also

সানজিদা আক্তারের কবিতা “তুমি আমার বাংলাদেশ”

তুমি আমার বাংলাদেশ, তোমার বুকে মাথা রেখে ফেলতে চাই শেষ নিঃশেষ। তোমার আলো, তোমার ছায়া ...