ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পিরোজপুরে জামানত হারিয়েছেন ৮৫ জন চেয়ারম্যান প্রার্থী

পিরোজপুরে জামানত হারিয়েছেন ৮৫ জন চেয়ারম্যান প্রার্থী

পিরোজপুর প্রতিনিধি > গত ২২ মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুর জেলার ৭টি উপজেলার ৪০ টি ইউনিয়নের মধ্যে বেসরকারী ফলাফল ঘোষনা করা হলেও ৬টি ইউনিয়নের চেয়ারম্যান পদের ফলাফল বিভিন্ন কারনে স্থগিত করা হয়েছে। বেসরকারী ঘোষিত ফলাফলে ৩৪ টি ইউনিয়ন পরিষদে দলীয় ও স্বতন্ত্র মিলে ৮৫ জন চেয়ারম্যান প্রার্থী তাদের জামানত হারিয়েছেন বলে জেলা নির্বাচন অফিস পাঠানো প্রিজাইডিং অফিসারদের ফলাফল সুত্রে জানা গেছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোন প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাব অনুযায়ী জেলার ৩৪ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ,বিএনপি, জাতীয়পার্টি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীরা রয়েছেন জামানত হারানোর তালিকায় রয়েছেন।
এর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন, নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের সতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইউনুছ আলী মোল্লা। তিনি মাত্র ৩ টি ভোট পেয়েছেন। পক্ষান্তরে চেয়ারম্যানদের মধ্যে ১২৩০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের সতন্ত্র প্রার্থী মোঃ মঞ্জুর তালুকদার।
জেলা নির্বাচন অফিসে বিভিন্ন ইউনিয়ন থেকে পাঠানো ফলাফলে অনুসন্ধানে জানা গেছে জামানত হারানো ৮৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৫৪ জন স্বতন্ত্র, বিএনপির ২০ জন, জেপি (মঞ্জু)ও ৪ জন, জাতীয়পার্টি এরশাদের ৩ জন, আওয়ামীলীগের ২ জন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ২ জন প্রার্থী। অপর দিকে স্থগিত হওয়া ৬টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর ফলাফল ঘোষনা করা হলে জামানত হারানোর তালিকা আরও বৃদ্ধি পেতে পারে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...