ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়া শেরে বাংলা পাঠাগারে জজ খালিদ সাব্বিরের বই প্রদান

মঠবাড়িয়া শেরে বাংলা পাঠাগারে জজ খালিদ সাব্বিরের বই প্রদান

অনলাইন ডেস্কঃ পিরোজপুরের মঠবাড়িয়া শেরেবাংলা সাধারণ পাঠাগারে অনুষ্ঠিত বিশেষ পাঠেচক্রে উপস্থিত থেকে ভোলা জেলা লিগ্যাল এইড অফিসার খালিদ সাব্বির বই প্রদান করেছেন।

এই বিশেষ পাঠ চক্রের আলোচ্য বিষয় ছিল শিক্ষার মান উন্নয়নে করণীয়। মঠবাড়িয়া শেরেবাংলা সাধারণ পাঠাগারের পাঠ কক্ষে শুক্রবার বিকাল চারটায় অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শেরেবাংলা সাধারণ পাঠাগারের সম্পাদক নূর হোসাইন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার লিগ্যাল এইড অফিসার জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাব্বির মোঃ খালিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পাঠাগার আন্দোলনের অন্যতম সমন্বয়ক প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বাবু ফরাজী, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ বিষয়ক অফিসার এ কে এম মহসিন উদ্দীন মনির, ব্যাংক কর্মকর্তা মোস্তাফা ডালিম, পাঠাগারের প্রবীণ সদস্য পরিমল চন্দ্র হালদার, সেচ্ছা সেবকলীগ নেতা আজিজুল হক তানভীর ফারাজি সহ প্রমুখ।

এই পাঠচক্র অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন আহাদ আহসান ও মাসুম বিল্লাহ।

আলোচনা অনুষ্ঠান শেষে শেরে বাংলা সাধারণ পাঠাগারকে ভোলার জেলা লিগাল এইড অফিসার খালিদ সাব্বির একটি বাংলা অনুবাদকৃত কুরআন শরীফ এবং সেবার ডাক নামে আইন বিষয়ক একটি আলোচিত বই প্রদান করেন বইটি তার নিজেরই ব্যবস্থাপনায়ই লেখা হয়েছে।

Leave a Reply

x

Check Also

কাউখালীতে বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ...