ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় এনআইডি স্মার্ট কার্ড বিতরণ শুরু

মঠবাড়িয়ায় এনআইডি স্মার্ট কার্ড বিতরণ শুরু


মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভাসহ ১১টি ইউনিয়নের নাগরিকদের মধ্যেএনআইডি স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। আজ রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী অনুষ্ঠানিকভাবে এ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ।

উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেলআবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল আঞ্চিলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শওকত হোসেন, সহকারি কমিশনার (ভূমি) সৈকত রায়হান, প্রেসক্লাব সভাপতি মো. মিজানুর রহমান মিজু প্রমুখ।

শেষে ১১ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধ, সাংবাদিক, স্মার্ট নারী উদ্যোক্তা, বনিক সমিতি, শিক্ষক সমিতির নাগরিকদের ২শ স্মার্ট স্মার্ট কার্ড বিতরণ করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল হোসেন জানান, পৌরসভাসহ ১১টি ইউনিয়নের ১ লাখ ৭৮হাজার নাগরিককে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...