ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় পাঠাগার আন্দোলন এর সাহিত্য কাগজ ধ্রুবজ্যোতি প্রকাশ

মঠবাড়িয়ায় পাঠাগার আন্দোলন এর সাহিত্য কাগজ ধ্রুবজ্যোতি প্রকাশ


সাহিত্য প্রতিনিধি🔴 পিরোজপুরের মঠবাড়িয়ায় “মঠবাড়িয়া পাঠাগার আন্দোলন” এর ব্যানারে প্রকাশিত হয়েছে সাহিত্যের ছোটকাগজ “ধ্রুবজ্যোতি”। একুশে ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় স্থানীয় শেরে বাংলা সাধারণ পাঠাগার সেমিনার কক্ষে এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, সাবেক ছাত্রনেতা মিজানুর মিলন, অধ্যক্ষ আলমগীর খান, কৃষিবিদ ও লেখক মহাসিন মনির, গল্পকার বাবু নন্দ দুলাল রায়, ছড়াকার অলিউল্লাহ (জমাদ্দার কাব্য) সহ প্রমূখ।

শুরুতে সাহিত্য কাগজ ধ্রুবজ্যোতি’র সম্পাদক ও পাঠাগার আন্দোলনের সমন্বয়ক কবি মেহেদী হাসান শুভেচ্ছা বক্তব্য রাখেন, এরপর পাঠাগার আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাদিউজ্জামান আরিফ ও মঠবাড়িয়া সরকারি কলেজের আহাদ আহাসান।
পরবর্তীতে লেখকদের মধ্যে বক্তব্য রাখেন ধ্রুবজ্যোতি’র উপদেষ্টা সম্পাদক এ কে এম মহসীন মনির, নন্দ দুলাল রায়, জমাদ্দার কাব্য ও উদ্যোক্তা জিএম আদল ।

এরপর অতিথিদের মধ্যে পর্যাক্রমে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, অধ্যক্ষ আলমগীর খান, ছাত্রনেতা মিজানুর মিলন, সাংবাদিক ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা মঠবাড়িয়া পাঠাগার আন্দোলন এর সাহিত্য কাগজ ধ্রুবজ্যোতি এর সমৃদ্ধি কামনা করেন এবং সাহিত্য কাগজের এই প্রচেষ্টা মঠবাড়িয়া পাঠাগার আন্দোলন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে পাঠাগার আন্দোলন সমন্বয়ক ও ধ্রুবজ্যোতি সম্পাদক কবি মেহেদী হাসান তাদের আগামী সংখ্যার জন্য লেখা আহবান করেন।

লেখা পাঠানঃ [email protected]

যাদের লেখা সাহিত্যকাগজ “ধ্রুবজ্যোতি” কে সমৃদ্ধ করেছে

〽️ প্রবন্ধ
🕳️ মো. আজীম-উল-হক ▪️ ভাষা সংগ্রামে মঠবাড়িয়ার সূর্য সন্তানদের অবদান
🕳️নুর হোসাইন মোল্লা ▪️ তুষখালী কৃষক বিদ্রোহ
🕳️ বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান ▪️মাদকের ভয়াবহতা এবং যুব সমাজের নৈতিকতা
🕳️ খালিদ মো. সাব্বির ▪️ মা কি করেন? —মা কি করেন না!
🕳️ দেবদাস মজুমদার ▪️দৃশ্যকাব্যঃ জালপিটুনি
🕳 মেহেদী হাসান ▪️ জ্ঞান ভিত্তিক একটি আন্দোলনের আদ্যোপান্ত
🕳️ আরাফাত খান ▪️ শুদ্ধ সমাজের লাইট হাউস মঠবাড়িয়া শেরে বাংলা সাধারণ পাঠাগার
🕳️ অধ্যক্ষ আলমগীর হোসেন খান ▪️ সময়ের প্রয়োজনে মঠবাড়িয়াকে জেলা ঘোষণা করা হোক
🕳️ এ কে এম মহসীন উদ্দীন(মনির) ▪️ শেরে বাংলা পাঠাগার নিয়ে দুটি কথা
🕳️ জি এম আদল ▪️নৌ পর্যটনে অপার সম্ভাবনাঃ আমার পিরোজপুর
🕳️ নুর হোসাইন মোল্লা ▪️ ১৯৭১ সালের ২৫ অক্টোবর ঝাটিবুনিয়ার যুদ্ধ
🕳️ রাম কৃষ্ণ সাহা ▪️ বাংলা সাহিত্য নারী গোয়েন্দা
🕳️ রতন বসাক ▪️খাদ্য অপচয় না করে দান করা উচিত

〽️যাদের কবিতা রয়েছে (বাংলাদেশ)

🕳️ বীর শহীদ মো. জিয়াউজ্জামান ▪️জনতার মিছিলে
🕳️ হেলাল হাফিজ ▪️সুদর্শনা
🕳️ ফেরদৌস প্রিন্স ▪️ সহসা আঁধার
🕳️ সাখওয়াত জামিল সৈকত ▪️জ্যোৎস্নাগ্রহণ
🕳️ মীর আবিদাত সাত্তার পদ্মনীল ▪️অনুকাব্য
🕳️ হাফিজুর রহমান ▪️জাগরণে সুখ
🕳️ শিল্পী রহমান ▪️ প্রার্থনা
🕳️ ঝুমু ইসলাম ▪️আমাকে একটি কলম দাও
🕳️ সিফাত আহমেদ ▪️কি জবাব দেবো আমি?
🕳️ মেহেদী হাসান(সাদা কাঁক) ▪️ চিন্তায় আছি মাবুদ!
🕳️ রুসমী ▪️কথা জমে কবিতা
🕳️ রাকিবুল হায়দার ▪️আয়নায় আমি
🕳️ মরিয়ম তন্নী ▪️ মনোভাবনা
🕳️ ইমাম হোসেন অনীক ▪️ রহস্যময় দুনিয়া
🕳️ বায়েজিদ বোস্তামী বাপ্পী ▪️ তুমি আসবে বলে
🕳️ আবিদ আহসান ▪️বাংলার বাঘ ফজলুল হক
🕳️ হাসান মাহমুস ▪️নীলিমা সঞ্চারী
🕳️ সানজিদা আক্তার ▪️ শোনো
🕳️মেহেদী হাসান বাবু ফরাজী ▪️ তুমি কি ভেবেছো কখনো?
🕳️ মো. আল-আমীন▪️চিরকুটে মোড়া নীল
🕳️ লাইজু আক্তার ▪️ বিকেল
🕳️ মোঃ নাঈম হোসেন ▪️শীতের সন্ধ্যা
🕳️ মোঃ মিরাজ মিয়া ▪️ইচ্ছে পূরণের আকাশ চাই
🕳️ কিশলয় বল (এপিটাফ) ▪️বহুরূপা
🕳️ আহাদ আহসান ▪️ নিঃশব্দে তুমি এসেছিলে
🕳️ জিদান জনি ▪️ আমি প্রতিবাদী
🕳️ রবিউল ইসলাম(নীল প্রজাপতি) ▪️ সর্বনাশা ভূমি আমাদের
🕳️ আরিফুল ইসলাম ▪️গর্বধারিনী মা
🕳️ ঐশিমনি শ্বেতা ▪️ জীবন সময়
🕳️ মুসফিকুর রহমান সাব্বির ▪️ কালো ঠোঁটের হাসি
🕳️ এইচ এম হৃদয় হাসান (মুন্না) ▪️বদলে যাবো
🕳️ রাহাত মাহমুদ মারুফ ▪️মনের আরেক নাম বই
🕳️ নাসির আহমেদ কাবুল ▪️বিরহের দিনলিপি
🕳️ নাসরিন আক্তার নীলা ▪️ উদিত সূর্য
🕳️ তানিম আল আমিন ▪️বিয়োগ এক বিষ্ময় চিহ্ন
🕳️ জাহিদুল ইসলাম জামি ▪️ বিশ্ব ভালোবাসা দিবসের কথা
🕳️ হাওলাদার হাসিব ▪️ঢেউপাখি
🕳️ আদিল মাহমুদ ▪️আফরি
🕳️ রুদ্রাক্ষ রায়হান ▪️ পক্ষপাত
🕳️ ওয়াহিদুজ্জামান রিয়ান ▪️আমিই
🕳️খান মো. মাসুম ▪️ ভাঙা গড়ার খেলা
🕳️ নাসরীন আক্তার ▪️ আমার স্বাধীনতা

〽️যাদের কবিতা রয়েছে (কোলকাতা)
🕳️ শ্রীজাত ▪️ভাসান
🕳️ মিতা চ্যাটার্জি ▪️অবোধ্য আগুন
🕳️ অন্নেষা চট্টরাজ ▪️ভাগশেষ
🕳️ জয়া চক্রবর্তী সোমা ▪️ ডিয়ার ডায়েরি
🕳️ মৈত্রেয়ী পাল ▪️যেভাবে কান্নারা বেজে ওঠে
🕳️ বর্ণীল মনিষা ▪️বিশ্বায়ন ও প্রেম
🕳️ অজিতেশ নাগ ▪️স্বপ্নের ভেতর
🕳️ সুদীপ তন্তুবায় নীল ▪️গনিত গন্ধ প্রেম
🕳️ সৌরভ লায়েক ▪️পাখী
🕳️ সুমীত সাহা ▪️ শীতের সকাল

〽️যাদের গল্প রয়েছে

🕳️ ঝুমু ইসলাম ▪️ফেলে আসা দিন
🕳️মিনহাজ ফয়সাল ▪️ গ্রামের বাড়ি সোনাপুর

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...