ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ভান্ডারিয়ায় ৫ লক্ষাধিক টাকার মাছ চুরি

ভান্ডারিয়ায় ৫ লক্ষাধিক টাকার মাছ চুরি

ভান্ডারিয়া প্রতিনিধি> পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের তেয়ারীপুর গ্রামে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে রাতে আধাঁরে পুকুরের মাছ চুরির অভিযোগ উঠেছে। এ চোরেরা প্রতি রাতেই এলাকার কোন না কোন বাড়ীর পুকুর এবং মাছের ঘেরের মাছ চুরি করছে। এতে মৎস্য চাষীরা দিশেহারা হয়ে পড়েছে। এ দলের সদস্য হচ্ছে ৭/৮ জন। চোরেরা শনিবার গভীর রাতে তেয়ারীপুর গ্রামের এনায়েত করিম মিয়ার মৎস্য খামারে হানা দিয়ে প্রায় ৫ লক্ষাধীক টাকার মাছ চুরি করে নিয়ে যায়।
এনায়েত করিম জানান, তেয়ারিপুর গ্রামের নান্না মিয়ার ছেলে আমিনুর, জাকির মিয়ার ছেলে রিপন মিয়া, নুরু হাওলাদারের ছেলে সরোয়ার, এবং কালু মিরের ছেলে রুবেলসহ ৭/৮ জন বখাটে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন পুকুরের চাষকৃত মাছ চুরি করে ভান্ডারিয়া ও কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে বিক্রি করে। এবং নুরু হাওলাদারের মুরগীর গাড়ীতে করে চুরির মাছ আনা নেয়া করা হচ্ছে। ইতি পূর্বে এ চোরের দলটি তার কলা ক্ষেত থেকে প্রায় ৮০ হাজার টাকা কলা চুরি করে নিয়ে যায়। এ দলটি সম্প্রতি তেয়ারীপুর গ্রামের শাহাবুদ্দিন হাওলাদার, তোফাজ্জল সওদাগর, আলি হোসেন এবং জাহিদ সেপাই বাড়ীর পুকুরে মাছ চুরি করে নিয়ে যায়। বর্তমানে এলাকার চাষের পুকুর গুলোতে রাত জেগে পাহাড়া দিতে হচ্ছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছ চাষি বাদি হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়েরে প্রস্তুতি নিচ্ছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...