ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাউখালীতে গলায় গামছা পেঁচিয়ে গৃহবধূর ওপর বর্বর নির্যাতন !

কাউখালীতে গলায় গামছা পেঁচিয়ে গৃহবধূর ওপর বর্বর নির্যাতন !

কাউখালী প্রতিনিধি > ইউপি নির্বাচনের জের ধরে পিরোজপুরের কাউখালীতে প্রতিপক্ষ মেম্বর প্রার্থীর সমর্থকরা নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ওপর বর্বর নির্যাতন চালিয়েছে। প্রতিপক্ষ সন্ত্রাসীরা ওই গৃহবধূর গলায় গামছ পেচিয়ে প্রকাশ্য দিবালোকে টেনে হিঁচড়ে নির্মমভাবে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এসময় সন্ত্রাসীদের হামলায় নাসিমার দেবর ইউপি সদস্য মামুন হাওলাদারের স্ত্রী ডলি বেগম(৩৭) ও তাদের কলেজ ছাত্র ছেলে মেহেদী হাসান(২০) ও মেহেদীর চাচী মিনারা বেগম(৩৪) কে পিটিয়ে গুরুতর আহত করে সন্ত্রাসীরা । তাদের কাউখালী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূ নাসিমার অবস্থা আংশকা জনক। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের দক্ষিণ জোলাগাতি গ্রামের মেম্বর প্রার্থী সেলিম বিশ্বাসের নেতৃত্বে আনারস প্রতিকের সমর্থকরা এ সন্ত্রাসী হামলা চালায় বলে হাসপাতালে আহত গৃহবধূ নাসিমা বেগম অভিযোগ করেন।

হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ জোলাগাতি গ্রামের নির্বাচিত ইউপি সদস্য মামুন হালাদার ও তার পরিবারের স্বজনরা গত ইউপি নির্বাচনে সাইকেল প্রতিকের সমর্থন দেয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউপি মেম্বর প্রার্থী সেলিম বিশ্বাসের নেতৃত্বে আনারস প্রতীকের সমর্থক ১০/১২ জনের সন্ত্রাসী দল প্রতিপক্ষ মামুন হাওলাদারের ছেলে কলে চঅত্র মেহদী হাসানের ওপর হামলা চালায়। এসময় মেহেদী দৌড়ে নিজ বাড়িতে গেলে সন্ত্রাসীরা তাকে উঠানে ফেলে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এসময় বাড়িতে কোন পুরুষ সদস্য না থাকায়। আহত মেহেদীর দুই চাচি গৃহবধূ নাসিমা বেগম, মিনারা বেগম(৩৪) ও মেহদীর মা ডলি বেগম মিলে মেহেদীকে উদ্ধারে এগিয়ে আসলে সন্ত্রাসীরা ওই দুই নারীকে পিটিয়ে আহত করে। এক পর্যায় সন্ত্রসীরা নাসিমা বেগমের গলায় গামছা পেচিয়ে টেনে হিচড়ে লাঠি দিয়ে সারা শরীরে পিটিয়ে গুরুতর জখম করে। তাদের আর্ত চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরে আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ হামলায় অভিযুক্ত জোলাগাতি গ্রামের পরাজিত ইউপি সদস্য প্রার্থী সেলিম বিশ্বাসসহ অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক।

এ ঘটনায় আহত নাসিমা বেগমের দেবর ইউপি সদস্য মো. মামুন হাওলাদার বাদি হয়ে ১৭ জনের বিরুদ্ধে কাউখালী থানায় আজ শুক্রবার একটি মামলা দায়ের করেছেন।
তিনি দাবি করেন, নির্বাচনে হেরে যাওয়ায় পরাজিত মেম্বর প্রার্থী সেলিম বিশ্বাসের নেতৃত্বে তার সন্ত্রাসী সমর্থকরা এ হামলা চালিয়েছে ।

শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পরিবারের লোকজন গত ইউপি নির্বাচনে সাইকেল প্রতিকে সমর্থন দেওয়ায় আনারস প্রতিকের সন্ত্রাসী সমর্থকরা এ হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, গৃহবধূ নাসিমা বেগমের ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূ নাসিমা ও তার পরিবারের ওপর প্রতিপক্ষ সন্ত্রাসীরা বব্র্র হামলা চালিয়েছে। এ ঘটনায় মামুন হাওলাদার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...