ব্রেকিং নিউজ
Home - অপরাধ - গরিবের ঘরের আলো কেড়ে নিল তারা!

গরিবের ঘরের আলো কেড়ে নিল তারা!

আজকের মঠবাড়িয়া ডেস্কঃ ঘণ্টাখানেক পরে এসএসসি পরীক্ষার ফল জানার কথা ছিল মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র বাবুল সিকদার হৃদয়ের।তার আগেই ক্রিকেট খেলায় একটি ‘নো বলে’র দ্বন্দ্বে’ বন্ধুর হাতে প্রাণ গেল এই কিশোরের।বুধবার সকালে এ ঘটনা ঘটে মিরপুরের বসতি হাউজিং এলাকায়।পরীক্ষার ফল প্রকাশ হলে জানা যায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে বাবুল।

তার ঘাতক বন্ধু বখাটে কিশোর বিধানকে খুঁজছে পুলিশ।সে ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন তিতুর আপন ভাগ্নে।তিতুর ভাই সাবেক ছাত্রলীগ নেতা লিটু ও লিয়াকত।এলাকাবাসী জানায়, মামাদের দাপটে দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় বেপরোয়া ছিল বিধান।সম্প্রতি তাকে পুলিশ গ্রেফতার করলেও মামারা প্রভাব খাটিয়ে ছাড়িয়ে নেন।

বুধবারএসএসসি পরীক্ষার ফল জানতে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল বাবুল।নিজের ফল নিয়ে আর ফিরতে পারেনি।বিকেলের দিকে বাসায় গেছে তার নিথর দেহ।পরীক্ষায় এত ভালো ফল করার পর যে পরিবারটিতে আনন্দের বন্যা বয়ে যাওয়ার কথা সেখানে এখন বিষাদের কালো ছায়া।বাবুলের গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়।

সকাল সাড়ে ১০টার দিকে বাসার পাশে মিরপুরের বড়বাগের বসতি হাউজিংয়ের ধানক্ষেত এলাকার খালি একটি প্লটে বিধান, স্বাধীন, হৃদয়, ফয়সালসহ আরও কয়েক বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলছিল বাবুল। উইকেটের পেছনে কিপারের দায়িত্বে ছিল বাবুল।একটি বলে বিধান আউট হলে আম্পায়ার ‘নো বল’ ডাকে।পরের বলে একই কায়দায় আউট হয় বিধান।তখন বাবুল মজা করে বলেছিল, ‘এবারও নো বল।’এতেই ক্ষিপ্ত হয়ে বিধান ব্যাট দিয়ে বাবুলকে পেটানো শুরু করে।অন্যরা কিছু বুঝে ওঠার আগেই মাঠের মধ্যে পড়ে যায় বাবুল।পালিয়ে যায় বিধান।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ মর্গের সামনে বিলাপ করছিলেন বাবুলের বাবা মোস্তফা সিকদার।তিনি বলেন, ‘ছেলেটারে ঠিকমতো পড়ার খরচও দিতে পারিনি।টিউশন ফি দিতে পারিনি।এরপরও ছেলেটা বলত, বাবা দেখবা আমি জিপিএ ৫ পাব।গরিবের ঘরের আলো কেড়ে নিল তারা।’

ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে বাবুলদের বাসায় যান মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরাও।

মিরপুর থানার ওসি ভুইয়া মাহবুব হাসান জানান, বাবুলকে প্রথমে মিরপুরের শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন নেওয়া হয়।সেখান থেকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হয়।পরে শেরেবাংলা নগরে নিউরো সায়েন্স হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, বাবুলের খেলার সঙ্গী তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।তারা বলেছে, ক্রিকেট খেলায় নো বল নিয়ে ঝামেলায় বিধান বাবুলকে পিটিয়েছে।ঘটনার পর থেকে বিধান পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...