ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় চার জুয়াড়ির কারাদণ্ড

মঠবাড়িয়ায় চার জুয়াড়ির কারাদণ্ড

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় জুয়া খেলার নগদ অর্থসহ চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সংঘবদ্ধ চার জনকে জুয়া খেলারত অবস্থায় আটকের পর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত অভিযুক্ত চারজনকে সাতদিন করে কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

দণ্ডিতরা হলেন, জাহাঙ্গীর হাওলাদার (৩০) উপজেলার বড় হারজি গ্রামের হযরত আলীর ছেলে, ইউনুচ আলী হাওলাদার (৩৮) ওই গ্রামের মৃত হযরত আলী হাওলাদারের ছেলে, নাছির খাঁ (৩০) একই গ্রামের মৃত ফকের উদ্দিনের ছেলে ও রাসেল তালুকদার (৩০) হারজি গ্রামের আনোয়ার হোসেন তালুকদারের ছেলে।

থানা সূত্রে জানাগেছে, গোপনে সংবাদের পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার বড়হারজি গ্রামে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে আটক করে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ নগদ ৮৬০ টাকা টাকা জব্দ করা হয়। পওে আদালতে ওই চার জুয়ড়িকে হাজির করা হলে আদলত প্রত্যেককে ৭ দিন করে কারাদণ্ডাদেশ দেয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ জনান, দণ্ডিতদের পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...