ব্রেকিং নিউজ
Home - খেলাধুলা - ক্রিকেট - আম্পয়ারিং নিয়ে প্রশ্ন তুললেন সিলেটের মালিক

আম্পয়ারিং নিয়ে প্রশ্ন তুললেন সিলেটের মালিক

বিদায় নিশ্চিত হওয়ার পরই টুর্নামেন্টের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুললেন সিলেট সুপার স্টার্সের মালিক আজিমুল ইসলাম।

তার মতে এমন একটি আসরে আন্তর্জাতিক মানে আম্পায়ারিং থাকা জরুরী, যেটা হয়নি। এ কারণে বেশ হতাশ দেখাল সিলেটের মালিককে।

শেষ ম্যাচ পর্যন্ত সম্ভাবনা জিইয়ে ছিল সিলেট সুপার স্টার্সের। আরো কিছু সমীকরণ থাকলেও জয়টা তাদের কাছে ছিল মহামূল্যবান। কিন্তু এমন ম্যাচে নিজেদের খুঁজেই পায়নি বিপিএলের দলটি। কুমিল্লার কাছে ম্যাচ হেরে বিপিএল থেকে বিদায় নিতে হয়েছে আসরে তিনটি জয় পাওয়া সিলেটকে।

আম্পায়ারিং নিয়ে আজিমুল ইসলাম বলছেন, ‘আমাদের আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন আছে। শুধু আমাদের ম্যাচের ক্ষেত্রেই নয়, সব ম্যাচের দিকে তাকালে আম্পয়ারিংটা মান সম্পন্ন মনে হয়নি। আমি বিশ্বাস করি এই ধরণের টুর্নামেন্টে আন্তর্জাতিক মানের আম্পারিং প্রয়োজন। আশা করি আগামী বার থেকে সেটি হবে।’

তবে টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও এ নিয়ে খুব একটা আক্ষেপ নেই আজিমুল ইসলামের। তার দৃষ্টি চলে গেছে আগামী আসরে, ‘আমাদের ক্রিকেটারা খুব যে খারাপ খেলেছে তা নয়। ভুল যেটা মনে হয়েছে দলের পরিকল্পনাটা তারা মাঠে প্রয়োগ করতে পারেনি। যাই হোক আমরা প্রস্তুত হচ্ছি আগামীর জন্য। এবারের বিপিএল নিয়ে সবচেয়ে শান্তির বিষয় হচ্ছে এটি ছিল বেশ গোছানো ও পরিকল্পিত। আমি এ নিয়ে খুব খুশি।’

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার গুলিসাখালী জি, কে, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার গুলিসাখালী জি, কে, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ৩দিন ব্যাপী ৭৩ তম ...