, ,

পিরোজপুরে কাবাডি ফেডারেশনের উদ্যোগে কাবাডি খেলা


পিরোজপুর প্রতিনিধি 🔴🟢
স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতিরজনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরে বর্নাঢ্য কাবাডি খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের উদ্যোগে এ কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো: মাসুদুজ্জামান মিলু।
কাবাডির ফাইনাল খেলায় বালক দলে চ্যাম্পিয়ান হয়েছে ইন্দুরকানী উপজেলা এবং রানারআপ হয়েছে পিরোজপুর সদর উপজেলা দল। অন্যদিকে মেয়েদের দলে চ্যাম্পিয়ান হয়েছে ভান্ডারিয়া উপজেলা দল এবং রানার আপ হয়েছে ও পিরোজপুর সদর উপজেলা দল।

About The Author

Leave a Reply