ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন প্রদান শুরু

পিরোজপুরে শিক্ষার্থীদের ফাইজারের ভ্যাকসিন প্রদান শুরু

পিরোজপুর প্রতিনিধি 🔴🟢
কোভিড ১৯ মহামারি প্রতিরোধে পিরোজপুরে বুধবার থেকে শিক্ষার্থীদের ফাইজারের প্রথম ডোজ ভ্যাকসিনের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
জেলার সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী জানান, সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ৬শ’ শিক্ষার্থীকে এ টিকা প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি জানান, জেলা হাসপাতালের বিশেষ প্রশিক্ষনপ্রাপ্ত ৬ জন সিনিয়র স্টাফ নার্স টিকা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করবেন এবং রেডক্রিসেন্টের সদস্যরা এসময় সেচ্ছাসেবকের দ্বায়িত্ব পালন করবেন। জেলায় প্রথম পর্যায় মোট ১৮ হাজার ফাইজারের ভ্যাকসিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরাদ্দ পাওয়া গেছে বলে জানান সিভিল সার্জন।
অপরদিকে একই দিন পিরোজপুর জেলা কারাগারের প্রায় তিন শত কয়েদির মধ্যে সিনোফার্মার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...