ব্রেকিং নিউজ
Home - অপরাধ - বাসায় ঢুকে খ্রিস্টান পরিবারের তিন ভাই-বোনকে গুলি করে ও কুপিয়ে আহত

বাসায় ঢুকে খ্রিস্টান পরিবারের তিন ভাই-বোনকে গুলি করে ও কুপিয়ে আহত

বুধবার গভীর রাতে রাজধানীর মহাখালীর আরজতপাড়া এলাকায় বারান্দার গ্রিল কেটে বাসায় ঢুকে খ্রিস্টান পরিবারের তিন ভাই-বোনকে গুলি করে ও কুপিয়ে আহত করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

আহতরা হলেন, বেসরকারি প্রতিষ্ঠান জেবি গ্রুপের কর্মকর্তা লরেন্স রঞ্জন ডি ক্রশ, ব্যাংক কর্মকর্তা রাজেশ আলেকজান্ডার ডি ক্রশ ও সুইস দূতাবাসের কর্মী বিপাশা ডি ক্রশ। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে দৈনিক সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে।

তবে এ ঘটনাকে ডাকাতির চেষ্টা বলছে পুলিশ। যদিও ‘ডাকাতরা’ কিছুই লুট করেনি। হামলার শিকার পরিবারের সদস্যদের ধারণা, সাম্প্রতিক হত্যা-হামলার ঘটনাগুলোর ধারাবাহিকতায় তাদের ওপর হামলা চালানো হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ডাকাতদের হামলায় তারা আহত হন। তাদের বাধার মুখে কিছু লুট না করেই ফিরে যায় ডাকাতরা। এটি ডাকাতির চেষ্টা ছিল। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরজতপাড়া এলাকার ওই বাড়ির দোতলায় থাকেন বৃদ্ধা রেখা তেরেজা ডি ক্রশ ও তার ছেলে-মেয়েরা। রেখা তেরেজা ডি ক্রশ বলেন, রাতে সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বিপাশা হঠাৎ ঘুম ভেঙে খাটের পাশে তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে ভয়ে চিৎকার করে উঠলে রেখা তেরেজাও জেগে ওঠেন। তখন ওই তিনজন বিপাশার মুখ চেপে ধরে এবং মারধর করে। তাদের মধ্যে একজন বলে ‘চিৎকার করবি না, আমরা ডাকাত।’ এরই মধ্যে চিৎকারের শব্দ শুনে রাজেশ ও রঞ্জন তাদের ঘর থেকে বেরিয়ে আসে। তারা ডাকাতদের আটক করার চেষ্টা করলে কিছুক্ষণ ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তিন ভাই-বোনকে কোপায় ও গুলি ছুড়ে পরে তারা বারান্দা থেকে সামনের একটি ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি চাপাতি, দুটি গুলির খোসা, একটি রেঞ্চ, একটি টর্চলাইট ও বাসার বাইরে থেকে একটি রক্তমাখা শার্ট উদ্ধার করা হয়েছে। আহত তিনজনের মধ্যে বিপাশার হাতে ধারালো অস্ত্রের সামান্য আঘাত লেগেছে। ধারালো অস্ত্রের আঘাতের পাশাপাশি রঞ্জন ও রাজেশের পায়ে গুলিও লেগেছে। তারা তিনজনই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রেখা তেরেজা বলেন, তাদের এত অর্থ-সম্পদ নেই যে, ডাকাতির জন্য তাদের বাসায় হামলা হবে। তারা খ্রিস্টান বলেই এ হামলা চালানো হয়। একই বাসার পঞ্চম তলার বাসিন্দা রেখার বোন মনিজা গোমেজ বলেন, ঘটনাটি ডাকাতির চেষ্টা বলে তাদের মনে হয় না। কারও সঙ্গে তাদের কোনো বিরোধ বা শত্রুতাও নেই। অন্য কোনো উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।

এ ব্যাপারে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের ওপর দেশের বিভিন্ন স্থানে হামলা-হুমকির ঘটনা ঘটছে। সম্প্রতি অন্তত ২৬ জন ধর্মযাজক হামলা ও হুমকির শিকার হয়েছেন। এরই ধারাবাহিকতায় আরজতপাড়ায় বাসায় ঢুকে হামলা কি-না, তা আমরা নিশ্চিত নই। এটি ডাকাতির চেষ্টা হতে পারে। সারাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের নিরাপত্তা বাড়ানো এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে এই বাসায় হামলার আগে বুধবার রাতে আরজতপাড়া এলাকার ৫১ নম্বর বাসাতেও দরজা ভেঙে ডাকাতির চেষ্টা করা হয়। তবে বাড়ির লোকজন জেগে উঠলে ডাকাতরা পালিয়ে যায়। দুটি ঘটনাতে একই চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা গৃহকর্তা এমকে বড়ালের।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় শ্রমিক নিহত দুইজন আটক

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴 পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে উজ্জল অধিকারি (২০) নামে ...