ব্রেকিং নিউজ
Home - রাজনীতি - মঠবাড়িয়ায় গোপন ব্যালটে দাউদখালী ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন।

মঠবাড়িয়ায় গোপন ব্যালটে দাউদখালী ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন।

চলমান বিএনপির তৃণমূল কমিটি গঠনের কার্যক্রমে আজ বৃহষ্পতিবার মঠবাড়িয়া উপজেলার ৪নং দাউদখালী ইউনিয়ন বিএনপির কমিটি গোপন ব্যালটে ভোট গ্রহনের মাধ্যমে গঠন করা হয়। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ৩টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে একটানা ভোট গ্রহন এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ইউনিয়নের প্রতি ওয়ার্ড কমিটি থেকে ৫১ জন করে মোট ৪৫৯ জন ভোটার ৫টি পদে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্ধিতা করে।সকাল সাড়ে ৭টায় দাউদখালী ইউনিয়নের হযরত ফাতিমা (রাঃ) নূরানী (কেজি) মাদ্রাসা ভোট কেন্দ্রে পুরুষ/নারী ভোটারদের সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে উৎসব মূখর পরিবেশে ভোট দিতে দেখা যায়।

ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী মঠবাড়িয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন কামাল মুন্সি জানান, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট গ্রহন করা হচ্ছে। ২নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ বেলায়েত হোসেন (৪৫) ভোট দিয়ে প্রতিক্রিয়ায় জানান, গত জাতীয় সংসদ এবং উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে পারেন নাই। দলীয় কমিটি গঠনের জন্য স্বাধীনভাবে ভোট দিতে পেরে তিনি আনন্দিত বলে জানান।

নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি-মোঃ মিজানুর রহমান তালুকদার (চেয়ার), সিনিয়র সহ সভাপতি- অানোয়ার হোসেন অাসাহাব মেম্বার (হাতপাখা), সাধারণ সম্পাদক- মোঃ গোলাম ফারুক খান (তালা-চাবি), যুগ্ন সাধারণ সম্পাদক-মোঃ মনিরুজ্জামান খান (কাপ-পিরিচ) ও সাংগঠনিক সম্পাদক-মোঃ ইউনুচ খান (ফুটবল)।

About The Author

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির কালো পতাকা মিছিল পুলিশের বাঁধা, দুই যুবদল নেতা আটক

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴 পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল পণ্ড করে ...