ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি :

পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে । এ আসনে ৮৪টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে চারবারের সাংসদ স্বতন্ত্র প্রার্থী(ঈগল প্রতীক) ডা. রুস্তুম আলী ফরাজিকে বিপুল ভোটে পরাজিত করে স্বস্তন্ত্র প্রার্থী(কলারছড়ি প্রতীক) শামীম শাহজাহান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী কলারছড়ি প্রতীকে শামীম শাহনেওয়াজ পেয়েছেন ৬২ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ঈগল প্রতীকে ডা. রুস্তুম আলী ফরাজি পেয়েছেন ৪৭ হাজার ৬২১ ভোট।

উল্লেখ্য, পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে নৌকার মনোয়ন পেয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুর রহমান। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জাপা জোটের সাথে আসন ভাগাভাগিতে এ আসন ছেড়ে দেয় আওয়ামীলীগ। ফলে নৌকা নয় এ আসনে জোটের লাঙ্গল প্রতীকে মনোয়ন পান জাপার জিএম কাদেও এর উপদেষ্টা মাশরেকুল আলম রবি। আর নৌকার মনোনয় হারিয়ে আশরাফুর রহমান তার আপন বড় ভাই শামীম শহনেওয়াজকে সমর্থন দিলে ভোটের হিসেব পাল্টে যায়। জোট প্রার্থীর পক্ষে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরা বিভক্ত হয়ে দুই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে ভোট যুদ্ধে নামেন। তবে নৌকার মনোনয়ন বি ত আশরাফুর রহমানের আপন বড় ভাই স্বতন্ত্র প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে চারবারের সাংসদ স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তুম আলী ফরাজিকে পরাজিত করে বিজয়ী হন।

উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে. মঠবাড়িয়া একক আসনে মোট ৮জন প্রার্থী নির্ব্চানে প্রতিদ্বন্দীতা করছেন। মোট ৮৪টি ভোট কেন্দ্রের ৫০৭টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৪৪২ জন, এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১০ হাজার ৪৭৪জন, পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৯৬৭ জন।

উপজেলা সহকারি রিটার্নিং অফিসার ও ই্এনও আবদুল কাইয়ূম বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠ শান্তিপূর্ণ করার লক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...