ব্রেকিং নিউজ
Home - সাহিত্য কথা - আল মামুন সরদারের শব্দাবলী “ভুলবোনারে বিশেরই বিষ”

আল মামুন সরদারের শব্দাবলী “ভুলবোনারে বিশেরই বিষ”

(ক্ষুধায়)

কারো পেটে পাথর বাঁধা কারো গোলায় চুরি করা বস্তা ভরা চাল,

(ও ভাই) বস্তা ভরা চাল।

ভুলবোনারে বিশেরই বিষ দুই হাজার বিশ সাল,

স্মৃতি পটে ভাসবে এসব থাকবো যতো কাল

(ভবে) থাকবো যতো কাল//

দিন মজুর আজ অনাহারে অন্ন কি আর জোটে,

তাদের খোরাক কইরা চুরি চোরে মজা লোটে।

(ক্ষুধায়) কাজের খোঁজে নামলে রোডে

বেত্রাঘাতে নেয়রে পুলিশ তুইলা পিঠের ছাল

(ও ভাই) তুইলা পিঠের ছাল//

সর্পে না দংশিলে বোঝা যায়না বিষের জ্বালা,

সে বুঝে না রোদ বৃষ্টি কি যার বাড়ি দশ তালা।

(ওইনা) যার ঘরেতে নাইরে চালা

রোদ বৃষ্টিতে চাইয়া দেখো ঘটে তার কি হাল

(ও ভাই) ঘটে তার কি হাল//

চোরে কি আর শুনবে কভু ধর্মের কোনো কথা,

হারামেতেই আরাম যাদের কই শিখবে সততা।

(অধম) মামুন বলে মনের ব্যথা

মেহনতির হক মেরে খায় এ কোন পঙ্গ পাল

(ও ভাই) এ কোন পঙ্গ পাল//

Leave a Reply

x

Check Also

সানজিদা আক্তারের কবিতা “তুমি আমার বাংলাদেশ”

তুমি আমার বাংলাদেশ, তোমার বুকে মাথা রেখে ফেলতে চাই শেষ নিঃশেষ। তোমার আলো, তোমার ছায়া ...