ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - হাটুরে মজমা

হাটুরে মজমা

স্কুল পালিয়ে মজমা দেখছি বুধবারে মঠবাড়িয়ার সাপ্তাহিক হাটে। পটুযাখালীর গলাচিপা থেকে ইয়াছিন ক্যানভাসার প্রতি হাটবারে মঠবাড়িয়া আসতো। আমার তখন মাধ্যমিক স্কুল বেলা ৮১/৮২ হবে হযতো । ইয়াসিন তখন ৬০/৬৫ বছর। খাকি রঙের হাফ প্যান্ট আর ধবধবে সাদা স্যাণ্ডো গেঞ্জি পড়ে ক্যানভাসার ইয়াসিন মজমা জমাতো আমাদের শহরের পুরানো হাসপাতালের সম্মূখ মাঠে।
গোল হয়ে হাটুরে লোকজন দাড়াতো। আমি মানুষের চিপাচাপা দিয়ে ঢুকে পড়তাম। ক্যানভাসার ইয়াসিন প্রথমে কিছু যাদু দেখাতো আর রসালো গল্প বলতো। উপস্থিত সবাই হাসতো। আমিও হাসতাম। ক্যানভাসার খুব রসিক ছিলো । বেটে ধরনের ইয়াছিনের হাতে একটা লাঠিও থাকতো। সার্কাসের ভাঁড়ের মতোন সে যা করতো তা বেশ উপভোগ্য ছিলো। মজমা জমে গেলে ইয়াসিন বাতসহ নানা জটিল কি সব রোগের বড়ি বেচতো। নানা রোগ সংকটে থাকা মানুষ ইয়াসিনের দাওয়াই কিনতো। এক ফাইল দু ফাইল করে ইয়াসিনের অনেক টাকা জমে যেত। মেট্রিক পাশের পর গ্রাম ছাড়ি আমি আর ইয়াছিনের দেখা পাইনি আর। তারপর কত বছর পর জানি ঢাকার নাট্যমঞ্চে আমি যখন লাফানোর চেষ্টাটা শুরু করি ইয়াসিনকে মনে পড়ে যায়। সেই স্কুল বেলা ইয়াসিনের মজমায় তার অভিনয় দেখে শেখা জিনিস যখন সামনে এসে দাড়ায় তখন ভাবি ওটাও জীবন নাট্যের একটা চরিত্র।
১৫/২০ বছর হবে হয়তো গলাচিপার এক সাংবাদিক বন্ধুর কাছে জানতে পারি রসিক ইয়াছিন একদিন অসুখে মরে গেছে। খুব খারাপ লাগে এই মানুষটার জন্য। তার একটা ছবি জোগারের চেষ্টাও ছিলো আমার আরেকটা পাগলামী। সংগ্রহে থাকলে এই লেখাটার সাথে জুড়ে দিলে বিষয়টা হৃদয়গ্রাহী হতো বটে।
সে এক চরিত্র বটে হাটুরে মানুষের কাছে। বিনোদনের চরিত্র আবার স্বাস্থ্য কবিরাজ এক। তার দাওয়াই খায়নি এখনকার সময়ে মঠবাড়িয়ায় এমন মুরুব্বি কম আছে।
আজ এই মধ্য রাতে ভাবি এ করোনা সংকটে ইয়াছিন বেঁচে থাকলে এ মেধাবি কবিরাজ একটা বটিকা নিশ্চয়ই এতদিনে বের করে ফেলতেন। করোনা বটিকা নিয়ে হাটের মজমাটা তার এখন ভালো জমতো। আমরা তো এখনও মজমা দেখতে ভালোবাসি দাওয়াই কিনি আর না কিনি। বেহুদা হাটে বাজারে গিয়ে এখনও মানুষ ভীর করে। মানুষ আমরা তামাশা দেখতে পছন্দ করি। আমরা তাই বুঝিবা লকডাউনের বাড়িগুলো দেখতে ভীর করি।সেনা পুলিশ ইউএনও টহল দিচ্ছেন শহরে কি হচ্ছে দেখে আসি। আমরা নিষেধাজ্ঞা না মেনে হাটে গিয়ে আড্ডা জমাই। লক ডাউনের হাট দেখতে কেমন তা দেখতে এখনও হাটে যাই। আমরা ভিষণ কৌতুহলী জাতি । আমাদের মজমাটা বুঝিবা আজও মজ্জা মজ্জায় বহমান।

পুনশ্চ : কে যেন বলছিলো বুঝলে বুঝপাতা না বুঝলে আমি মুর্খ তেজপাতা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার তেঁতুলতলা বাজার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া দধিভাঙ্গা-বড়হারজি-মঠবাড়িয়া খালের তেতুলতলা বাজার সংলগ্ন খাল দখলকৃত অবৈধ স্থাপনা গুড়িয়ে ...