ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - আন্তরিক মনোভাবই সংকট উত্তরণের উপায়

আন্তরিক মনোভাবই সংকট উত্তরণের উপায়

ডাঃ রুস্তুম আলী ফরাজী মাননীয় এম পি পিরোজপুর-৩( মঠবাড়িয়া)। তিনি কতবার এম পি হয়েছেন সেটা আমরা সবাই জানি। ডাঃ রুস্তুম আলী ফরাজী সম্পর্কে আমার চাচা শ্বশুর। আমার বিয়ের পর তাঁর তিনটা নির্বাচন আমি করেছি এবং কাছে থেকে উপলব্ধি করেছি। আজ বর্তমান সারা বিশ্বের করোনা মহামারিতে বাংলাদেশ সরকারের সকল এম পি / মন্ত্রীদের কার্যক্রম ও পদক্ষেপের উপর তাঁদের এলাকাবাসী নানার ধরনের মতামত ও কথা বলছেন! আমি বরাবরই বলে আসছি আমাদের এম পি চাচা একজন সৎ ভালো মানুষ! হ্যা আমরা সবাই মানুষ ; তবে ফেরেস্তা নই! দায়ীত্ব এবং কাজ করতে গেলে যেমন কিছু ভুল-ত্রুটি থাকবে তেমনি থাকবে কিছু মহৎ কাজের প্রশংসা! বর্তমানে করোনা পরিস্থিতিতে এম পি সাহেবের মঠবাড়িয়ার ত্রাণ বিতরণ নিয়ে কিছু প্রশ্ন আসছে বিভিন্ন নিউজে/ ফেসবুকে। আমি বলবো এই কাজে যাদি কিছু ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটি হলো এই ত্রাণ কে বা কারা বিতরণ করছে তার উপর! হ্যা এটাও সত্যি যে এম পি মহোদয়ের উচিৎ ছিল ১১ টা ইউনিয়ে যেসকল তাঁর একনিষ্ট সৎ কর্মী / সমর্থক আছে তাদের বাছাই করে একটা স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে ত্রাণ বিতরণ করা! কিন্তু সেটা যদি হয় সূর্য উদয় হতে অস্ত পর্যন্ত, চরখালী থেকে পাথরঘারা পর্যম্ত একজন ব্যক্তির সিনেমা তাহলে সেটা ভালোলাগার নয়!সেই একজন ত্রাণের টোপলা কাঁধে নিয়ে ঘুরবেন আর নিজের কৃতিত্ব শো করবেন তাহলে নিশ্চই ডাঃ রুস্তুম আলী ফরাজীর জন্য সকল নির্বাচনে জীবন বাজি রেখে খেয়ে না খেয়ে নির্বাচন করা সেই ত্যাগী কর্মীরা ছোট হয়?? নিশ্চই তারা ব্যথিত হন?? নিশ্চই প্রশ্ন এসে যায় ডাঃ ফরাজী মহোদয়ের অন্য কোন কর্মী সমর্থক আছে কিনা ? তার কি কোন রক্তের সম্পর্কের লোকজন নেই?
যেহেতু আমাদের এম পি সাহেব এবারে মহাজোট প্রার্থী ছিলেন তার মানে তিনি আওয়ামীলীগেরও এম পি!! তাহলে কি ছাত্রলীগ, যুবলীগের সেই সব প্রাণ বাজী রেখে যারা তার নির্বাচনে লড়েছে তারা তার বর্তমান সহযোগী নয়? তারা কি ত্রাণ পেতে পারে না? তাদের মধ্যে কি কেউ গরীব ছাত্রলীগ, যুবলীগ নেই? তাঁর একনিষ্ট আত্মীদের মধ্যে কি কেউ গরীব নেই?? এম পি চাচা আপনার প্রতিনিধি কি ত্রাণ বিতরণের সময় এই সকল মানুষগুলোকে জানতে চেয়েছে তাদের কোন গরীব আত্মীয় আছে কিনা?? আপনার প্রতিনিধি কি জানতে চেয়েছে আওয়ামীলীগের কোন কর্মী না খেয়ে আছে কিনা? বা বি এন পি হোক আর অন্য দল হোক প্রকৃত গরীব মানুষরা উপকৃত হচ্ছেন কিনা? না আপনার প্রতিনিধি এসব কাজ করেননি!!! মোটেই করেননি! করলে আমিও জানতে পারতাম!!আর এই না করা যে আপনি নিষেধ করেছেন তা নয় ; আপনার প্রতিনিধি তার নিজ পছন্দের লোকদের সহায়তা করেছে এবং নিজেকে আপনার মাধ্যমে হাইলাইটস করেছে!! দেখিয়েছে তিনি মহৎ!! কিন্তু চাচা আপনার এসব মহৎ কাজ করার আরো অনেক নির্ভরযোগ্য ব্যক্তি আছেন !! এম পি চাচা, আপনি খেয়াল করে দেখবেন আপনার সকল কর্মকান্ড এরকম দু একজন বিশেষ সহযোগী ছাড়া কেউ প্রচার করে না! তার প্রধান কারণ হলো আপনার থেকে ঐ দু একজনই সকল সুযোগ সুবিধা নিয়ে এলাকার একটা বড় অংশ থেকে আপনাকে বিচ্ছিন করে রেখেছে! অথচ আপনি সবার ভোটে এম পি হয়েছেন!! তাহলে চোর আর ভালো দুর্বল বাছাইয়ের এই অজুহাতে কেন ওদের বুদ্ধিতে নিজেকে জনবিচ্ছিন্ন করছেন? কেন আজ মঠবাড়িয়ায় উপজিলা চেয়ারম্যান, মেয়র, এম পি’র মধ্যে হৃদ্যতা নেই? কেন আপনারা এলাকায় এলে এক টেবিলে চা খান না? কেন আপনারা যাঁর যাঁর কাজকে ছাড় দিয়ে সম্মান দেখান না?? আমি জানি আপনারা কেন এসব করেন এবং কেন ইচ্ছে থাকলেও তা পারছেন না!!
সেই কারণটা হলো আপনাদের চারপাশে সবসময় শুভাকাঙ্ক্ষী রুপে কিছু দালাল সবসময় ঘুরতে থাকে যারা আপনাদের কোন ভালো পরামর্শ দেয় না!! আপনাদের নেতাদের মধ্যে দূরত্ব তৈরি করাই তাদের প্রধান কাজ !! আর সেই দালালদের দ্বিতীয় কাজ বিভিন্ন তথ্য পাচার করা!!
আপনি বিশ্বাস করুন আর না করুন এলাকার অনেকেই জানে কোন নেতার সাথে কোন শ্রেণির লোকজন ঘোরাফেরা করে এবং তাদের টার্গেট কি?? তাই এম পি চাচা আপনাকে বলবো আপনি আপনার বিচক্ষণতার পরিচয় দিন! আগামী পাঁচ বছর পর দল যাকে নমিনেশন দিবে তিনিই প্রার্থী হবেন তাহলে কেন এই চারটা বছর আপনারা নেতারা একে অন্যের সাথে মিলে মিশে থাকতে পারছেন না?? কেন আপনারা আপনাদের কাজের মধ্যে সমন্বয় করতে পারেন না? কেন একটা দলের মধ্যে একাধীক গ্রুপ হবে? কেন একজন একজনকে একটু ছাড় দিতে পারেন না?? এলাকার সাধারণ মানুষ এসব পছন্দ করে না!! এম পি চাচা আপনি যদি আমাকে আপনার শুভাকাঙ্ক্ষী মনে করে থাকেন তাহলে আমার কিছু পরামর্শ আপনার জন্য থাকবে! আপনি সেগুলো আমলে নিলে আপনিই উপকৃত হবেন আমি তা প্রমান করে দিতে পারবো!!—
*১/ আপনি দলমত কিছু না দেখে অন্তত মাসে উপজিলা চেয়ারম্যান, মেয়র ও অন্যান্য ইউপি চেয়ারম্যানদের নিয়ে মঠবাড়িয়াকে কিভাবে একটা উন্নত উপজিলা করা যায় তার তালিকা তৈরি করুণ এবং চাচক্রের আমন্ত্রণ জানান !
*২/ আপনার খুব কাছের মানে সহযোগী হিসেবে আছেন এম লোক পূর্বে কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল সেটা যাচাই করে নিয়োগ দিন এবং কিছু কাজ নির্দৃষ্ট করে দিন যাতে করে তারা A to Z সব কিছুতে নাক না গলাতে পারে! কারণ এরাই আজকে আপনার ক্ষতির কারণ!!
* ৩/আপনার কাছে আমার তিন নম্বর দাবী হলো আপনার যারা রক্তের সম্পর্কের লোক আছে তাদের মূল্যায়ন করুণ। কারণ আমাদের মত দূরের অনেকে আপনাকে ছেড়ে গেলেও আপনার ভাই, বোন, ভাইর ছেলে, ভাগ্নে এই জাতীয় লোকগুলো আপনার থেকে আঘাত পেলেও ঘরে বসে থাকবে তবুও তারা আপনার বিরোধী শক্তি মনে করেন এমন কারো সাথে হাত মিলাতে পারবে না কোনদিন! তাই রক্তকে সম্মান করুণ! তাদের কাজে লাগান! বিপদে তারাই পাশে ছিল এবং থাকবে!
*৪/ ১১ টা ইউনিয়ে অন্তত ২২ জন প্রতিনিধি তৈরি করুণ যারা আপনার ভালো কাজ প্রচার করবে এবং আপনার বিভিন্ন কাজ পরিচালনা করবে! কাকা একটা কথা আপনিও জানেন দায়ীত্ব দিলে সেই মানুষ কম হলেও কিছু করার চেষ্টা করবে! কিন্তু একজনকে দিয়ে সব করালে আপনি বাকি সবার চোখেরবালি হবেন! আর আপনার সেই বিশেষ একজন হবে অল ইন অল!! আপনি কি সেটা চান??
*৫/ রাজনৈতিক যেকোন ক্রাইসিসে উপজিলার সহযোগী সংগঠনের নেতাদের মতামত নিত। প্রয়োজনে ওপেন গোলটেবিল বৈঠক করবেন। তাতে সমাধান বের হয়ে আসবে!! এতে আপনার একার উপর চাপ পড়বে না!
*৬/ শীতকালে কম্বল, গমর কালে বরফ এই জাতীয় জিনিস প্রত্যেক ইউনিয়নে সমানভাবে ভাগ করে দিন! কারণ আপনার তো কোলের ও পিঠের বলে কেউ নেই!! আমিও আবার বলি আপনি একজন সৎ এম পি তাই কিছু বসন্তের কোকিলদের জন্য নিজের ইমেজ নষ্ট করবেন না!!
আরো অনেক কিছু লেখার ছিল লিখলাম না….!!!
আজ শবেবরাতের এই রাতে আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন!!
” আপনার শুভাকাঙ্ক্ষী পুত্রবধু “
রুমানা রুমা
সাবেক ছাত্রলীগ নেত্রী

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...