ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - এবছর একুশে পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

এবছর একুশে পদক পাচ্ছেন ২০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

আজকের মঠবাড়িয়া অনলাইন <>

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘একুশে পদক ২০২০’ পাচ্ছেন দেশের ২০ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।

২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাঁদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

একুশে পদক পাচ্ছেন যাঁরা

♦ ভাষা আন্দোলন : মরহুম আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর)।

♦ শিল্পকলা (সংগীত) : বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও বেগম মিতা হক।

♦ শিল্পকলা (নৃত্য) : মো. গোলাম মোস্তফা খান।

♦ শিল্পকলা (অভিনয়) : এম এম মহসীন।

♦ শিল্পকলা (চারুকলা) : অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান।

♦ মুক্তিযুদ্ধ (মরণোত্তর) : মরহুম হাজি আক্তার সরদার, মরহুম আব্দুল জব্বার, মরহুম ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার)।

♦ সাংবাদিকতা : জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর)।

♦ গবেষণা : ড. জাহাঙ্গীর আলম, হাফেজ ক্বারি আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ।

♦ শিক্ষা : অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।

♦ অর্থনীতি : অধ্যাপক ড. শামসুল আলম।

♦ সমাজসেবা : সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

♦ ভাষা ও সাহিত্য : ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি।

♦ চিকিৎসা : অধ্যাপক ডা. সায়েবা আখতার।

♦ গবেষণা (প্রতিষ্ঠান) : বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।

 

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...