ব্রেকিং নিউজ
Home - নারী - স্মৃতি জাগানিয় কবিতা

স্মৃতি জাগানিয় কবিতা

ফারজানা আহমেদ:

ফুল পাখী
লতা পাতা
মেঘনা নদীর পারে,
ঘুরে আসে
সেই স্মৃতি
কেনো বারে বারে?
নদীর মাঝি
দিন দুপুরে
দিত গানে টান,
বরই গাছে
পাকা বরই
আর আম বাগান।
আসমানিদের
ফল বাগানে
ছিলো আতা গাছ,
প্রশান্তদের
নীল পুকুরে
তেলাপিয়া মাছ।
রহিম চাচার
আম বাগানে
চুরি করতে আম,
ধরা পরে
ঝরে ছিল
কপাল বেয়ে ঘাম।
বাগান থেকে
ফুল আর
খোয়ার থেকে হাস,
চুরি করে
লুকিয়েছিলাম
পুরা আধা মাস।
তালের দিনে
খেতাম যখন
নরম তালের শাস,
ছিলাম আমি
ব্যস্ত বাগীশ
নেইকো অবকাশ।
মায়ের স্নেহের
বকা আর
নানীর আদর যত,
সেসব দিনের
কথা কি
ভুলে যাওয়ার মত?
মনে হলে
কেনো আজো
চক্ষু জলে ভাসে?
সুখ দুঃখের
স্মৃতি শুধু
ঘুরে ফিরে আসে।

(ফারজানা আহমেদ: যুক্তরাষ্ট্র-প্রবাসী লেখিকা)

Leave a Reply

x

Check Also

কাউখালীতে কিশোরীদের দিনব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণ

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের সচেতনতামূল দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন ...