ব্রেকিং নিউজ
Home - উপকূল - ভাণ্ডারিয়ায় সড়কের পাশে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব !

ভাণ্ডারিয়ায় সড়কের পাশে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব !

ভাণ্ডারিয়া প্রতিনিধি :

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সড়কের পাশে সন্তান প্রসব কিরেছেন অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক নারী।
আজ রবিবার সকাল সাড়ে ৫ টার দিকে পৌরশহরের ভুবনেশ^ও সেতু সংলগ্ন সড়কের পাশে অজ্ঞাত পরিচয় নারীর ফুটফুটে একটি ছেলে সন্তান প্রসব করেন।
স্থ্যানীয়রা ঘটনাস্থল থেকে মা ও নবজাতককে উদ্ধার করে ভাণ্ডাারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে নবজাতক শিশুটির বাবা কে সে বিষয়ে নিশ্চিত করে কেউ বলতে পারছেন না । প্রসূতি নারী ও সদ্য জাত শিশুটির জম্মদাতা উৎঘাটন করতে পারেনি এলাকাবাসি । এদিকে হাসপাতালে ভর্তি পর প্রসূতির নারীর সদ্যজাত শিশুটি দুপুরের কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে পুলিশ ও র‌্যাব শিশুটি উদ্ধরে তপরতা শুরু করে। এ ঘটনা টের পেয়ে অজ্ঞত প্রতারক পরে গোপনে হাসপাতালে মায়ের পাশে শিশুটিকে রেখে সটকে পরে। বর্তমানে শিশুটি মায়ে কোলে সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে জানাগেছে।

স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে নাম পরিচয়হীন মানসিক ভারসাম্যহীন ওই নারী ভাণ্ডাারিয়া শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে আসছিলেন। আশেপাশের দোকান থেকে খাবার খেয়ে সে জীবনযাপন করতেন। রবিার সকালে তার হঠাৎ প্রসব বেদনা ওঠে। পরে ভারসাম্যহীন নারী সড়কের পাশে চিৎকার করে শুয়ে পড়েন । এসময় একটি ছেলে সন্তান প্রসব করেন ওই নারী। পথচারী কয়েকজন মহিলা ও স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে শিশু ও ওই নারী উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করেন।

ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল আফিসার ডাঃ কামাল হোসেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন সন্তান প্রসবের পর থেকে প্রসূতি ও নবজাতক সুস্থ আছে বলে জানান। তবে প্রসূতি ও নবজাতকের যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুজ্জামান ঘটনা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে পাঁচ সময় মানসিক ভারসাম্যহীন নারীা একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিয়েছে এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সুস্থ্যতাপরবর্তী সমাজসেবা অধিদপ্তরের আশ্রয়ণের সহায়তা চাওয়া হবে। সেই সাথে তার পরচিয় ও সন্তানের পিতৃ পরিচয় উদঘাটনের চেষ্টা করা হবে।

 

Leave a Reply

x

Check Also

কাউখালীতে বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ...