ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - পিরোজপুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতীকী প্রতিবাদ কর্মসূচি

পিরোজপুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতীকী প্রতিবাদ কর্মসূচি

পিরোজপুর প্রতিনিধি >

জলবায়ু বাস্তুচ্যুত জনগোষ্ঠির উন্নত দেশে মর্যাদাপূর্ণ অভিবাসনের অধিকার দাও’ এ বক্তব্য সামনে রেখে পিরোজপুরে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

আজ রবিবার সকালে টাউন ক্লাব সড়কে পিরোজপুর গণ উন্নয়ন সমিতির আয়োজনে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও শহরের সর্বস্থরের মানুষের এবং নদী ভাঙ্গন কবলিত মানুষের অংশগ্রহনে এ প্রতীকী প্রতিবাদ কর্সূচি অনুষ্ঠিত হয়।PIROJPUR PIC.-001jpg

শেষে সমাবশে বক্তব্য দেন, সতেচন নাগরিক কমিটি সনাক সদস্য প্রফেসর রুহুল আমীন, পিরোজপুর গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, টিআইবি এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খালিদ আবু, নারী কৃষক রীতা রানী মিস্ত্রী, কৃষক কালা চাঁদ মন্ডল প্রমুখ।PIROJPUR PICT-003

এ সময় ১৯৯১ সাল থেকে জলবায়ু পরিবর্তনের কারণে সংগঠিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের যে ক্ষতি সাধন হয়েছে তার প্রতীকী চিত্র তুলে ধরা হয়।

Leave a Reply

x

Check Also

পিরোজপুরে মাদক মামলার হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি! সাইকেল সহ চোর আটক

পিরোজপুর প্রতিনিধি 🔴 পিরোজপুর আদালতে একটি মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্ত¡র থেকে এক ...