ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীতে অবরোধে বেকার জেলেরা পেলেন বিশেষ ভিজিএফ চাল

কাউখালীতে অবরোধে বেকার জেলেরা পেলেন বিশেষ ভিজিএফ চাল

কাউখালী প্রতিনিধি >

পিরোজপুরের কাউখালীতে নদ নদীতে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞার ১২দিন পর বেকার জেলেদের খাদ্য সহায়তা হিসেবে বিশেষ ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে।
আজ রবিবার উপজেলার সদর ইউনিয়নের ১৩০ জেলে পরিবারকে মাধাপিছু ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ দিকে সরকারের নিষেধাজ্ঞা মানতে গিয়ে এখানকার জেলেরা বর্তমানে কর্মহীন হয়ে আর্থিক অনটনে পড়েন। এমন সময়ে সরকারের ঘোষিত সহায়তা পেয়ে ভূক্তভোগি জেলেরো অত্যন্ত খুশি হয়েছেন । ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন উপজেলার পাচঁটি ইউনিয়নের ১ হাজার ৩২৫ জেলের তালিকাভুক্ত জেলেদের সকলেই বিশেষ ভিজিএফ পাচ্ছেন।devdas-pic-2

তিনি আরও জানান, গত বছর ইলিশ মাছ ধরা বন্ধ থাকার ফলে এ বছর জেলে ও ভোক্তারা উপকৃত হয়েছেন। এক থেকে দেড় হাজার টাকার ইলিশ পাওয়া গেছে প্রতি কেজি মাত্র ৩-৪ শত টাকা দরে। ওই সময় সরকারের নির্দেশনা মেনে নদীতে না যাওয়াটা বড়ই সৌভাগ্য বলে মনে করছেন জেলেরা। তাই এবার ২ ২ দিনে অবরোধে জেলেরা সচেতনভাবেই সাড়া দিয়েছেন। অবরোধ সময়ে জেলেরা বিশেষ ভিজিএফ চাল সহায়তা পেয়ে বেকার সময়ে উপকৃত হচ্ছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...