ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ভিন্ন স্বাদের খবর - অর্থমন্ত্রী মুহিতকে ‘প্রতিবন্ধী’ বলায় ফেসবুকে ঝড়

অর্থমন্ত্রী মুহিতকে ‘প্রতিবন্ধী’ বলায় ফেসবুকে ঝড়

মোঃ রাসেল সবুজ >

প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ‘প্রতিবন্ধী’ আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত।এ অনুষ্ঠান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বারকাত প্রতিবন্ধীদের নিয়ে বক্তৃতা দেওয়ার এক পর্যায়ে বলেন, “আমাদের বাজেট প্রতিবন্ধীবান্ধব নয়।বাজেটে সমাজের অসহায় এই মানুষগুলোর জন্য যে বরাদ্দ থাকার প্রয়োজন তা থাকে না।আর অর্থমন্ত্রী তো নিজেই একজন প্রতিবন্ধী।” জনতা ব্যাংকের চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ না পাওয়া বারকাত আগেও প্রকাশ্যে অর্থমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন।

বারাকাতে এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝর।ইংল্যাণ্ড থেকে মাসুদ রানা নামের একজন জনপ্রিয় লেখক তার ফেইজবুকে “বারাকাতের নিষ্ঠুর অসভ্যতাঃ মুহিত ‘প্রতিবন্ধী’?” শিরোনামে লিখেছেন-

প্রতিবন্ধীদের নিয়ে ঠাট্টা করা কিংবা অন্যকে অপমান করার জন্যে “প্রতিবন্ধী” বলার পেছনে যে-মানসিকতা আছে, তা একটি নির্মম, নিষ্ঠুর, অমানবিক ও অসভ্য মানসিকতা।সভ্য সমাজে এহেন আচরণ ‘ইক্যুয়াল অপর্চুনিটি’ নীতিমালার জঘন্য লঙ্ঘন বলে বিবেচিত।বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো অশিক্ষিত ব্যক্তি যদি প্রতিবন্ধিতা নিয়ে নিষ্ঠুরতা ও সভ্যতা দেখান, তখন মনকে প্রবোধ দেওয়া যায় এই ভেবে যে, হয়তো সচেতনতার অভাবে এমনটি হয়েছে।কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যখন এই নিষ্ঠুরতা ও অসভ্যতা দেখান, তখন কী করার থাকে? তখন কারও না কারও উচিত এর প্রতিবাদ করা।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারাকাতের কথা বলছি। তিনি নাকি “সুশীল”! কিন্তু লক্ষ্য করছি, জনতা ব্যাংকে তাঁর চেয়ারম্যান পদ নবায়িত না করার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিহিংসা বশে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে নানা সময়ে নানাভাবে অপমানজনক অভিধায় বর্ণণা করে অদ্য তাঁকে “প্রতিবন্ধী” বলেছেনঃ
“আমাদের বাজেট প্রতিবন্ধীবান্ধব নয়। বাজেটে সমাজের অসহায় এই মানুষগুলোর জন্য যে বরাদ্দ থাকার প্রয়োজন তা থাকে না।আর অর্থমন্ত্রী তো নিজেই একজন প্রতিবন্ধী।”

“প্রতিবন্ধীদের কর্মসংস্থান এবং গণমাধ্যম ও কর্পোরেট মহলের ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে এক বক্তৃতায় অধ্যাপক বারাকাত উপরের কথাগুলো বলেন।স্পষ্টতঃ একদিকে তিনি প্রতিবন্ধীদেরকে “অসহায়” বলে সমবেদনা প্রকাশ করছেন এবং অন্য দিকে প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে অর্থমন্ত্রীকে “প্রতিবন্ধী” বলে অপমান করেছেন।অধ্যাপক আবুল বারাকাতের এই ডবল ষ্ট্যাণ্ডার্ড বা দ্বৈতাদর্শতা লক্ষ্য করে সত্যিই ‘শকড্‌’।অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ওপর প্রতিশোধ নিতে গিয়ে “প্রতিবন্ধী”কে গালি হিসেবে ব্যবহার করে তাঁকে যে অধ্যাপক আবুল বারাকাত ষ্টিগমাটাইজ করেছেন, আমি তার প্রতিবাদ করি।
আমি মনে করি, অধ্যাপক বারাকের উচিত তাঁর এই নিষ্ঠুর ও অসভ্য ভাষণের জন্যে ব্যক্তিগতভাবে অর্থমন্ত্রীর কাছে এবং সমষ্টিগতভাবে সকল প্রতিবন্ধীর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত।

(মাসুদ রানা,বুধবার ২৩ মার্চ ২০১৬- লণ্ডন, ইংল্যাণ্ড)

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার সোনাখালী জমিদারবাড়ি অনন্য একটি ঐতিহাসিক নিদর্শন

মেহেদী হাসানঃ 🔴পিরােজপুর জেলার মঠবাড়িয়ার সােনাখালি জমিদার বাড়িটি অনন্য একটি ঐতিহাসিক নিদর্শন। ইতিহাসের অনন্য স্বাক্ষী ...