ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ার সোনাখালী জমিদারবাড়ি অনন্য একটি ঐতিহাসিক নিদর্শন

মঠবাড়িয়ার সোনাখালী জমিদারবাড়ি অনন্য একটি ঐতিহাসিক নিদর্শন

জমিদার বাড়ির ফটক || ছবিঃ মেহেদী হাসান

জমিদার বাড়ির ফটক || ছবিঃ মেহেদী হাসান

মেহেদী হাসানঃ 🔴পিরােজপুর জেলার মঠবাড়িয়ার সােনাখালি জমিদার বাড়িটি অনন্য একটি ঐতিহাসিক নিদর্শন। ইতিহাসের অনন্য স্বাক্ষী বহন করা দৃষ্টি নন্দন কারুকার্যময় এই স্থাপনাটি কালের অনন্য স্বাক্ষী।
জানাগেছে আঠারাে শতকের প্রথমার্ধে কলকাতার বিখ্যাত জমিদার রাজা দিগম্বর নায়ের কালীপ্রসন্ন দাস সােনাখালিতে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। নিঃসন্তান কালীপ্রসন্ন তার পােষ্যপুত্রকে এই জমিদারির উত্তরাধিকার প্রদান করেন। পরবর্তী সময়ে নতুন জমিদার বিহারী বারুইয়ার জেষ্ঠপুত্র সন্তোষ কুমারের নামে কালীপ্রসন্ন প্রতিষ্ঠিত এই অট্টালিকা সমূহ পরিচিত লাভ করে।

সোনাখালী জমিদার বাড়ি|| ছবিঃ মেহেদী হাসান

সোনাখালী জমিদার বাড়ি|| ছবিঃ মেহেদী হাসান

জমিদার সন্তোষ কুমার চৌধুরী প্রায় আড়াইশ বছর পূর্বে মঠবাড়িয়া সদর হতে প্রায় চার কিলোমিটার দুরে সোনাখালীর এই জমিদার বাড়িটিতে বসে তার জমিদারি কার্যক্রম পরিচালনা করতেন।

জমিদার বাড়ি ভ্রমণরত স্বয়ং লেখক

জমিদার বাড়ি ভ্রমণরত স্বয়ং লেখক

ইতিহাস সন্ধানী ভ্রমণপিপাসুরা তিয়াশ মেটাতে ঘুরে আসতে পারেন মঠবাড়িয়ায় এ-ই কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে থাকা প্রাগৈতিহাসিক স্থাপনায়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...