ব্রেকিং নিউজ
Home - উপকূল - সন্ধা তীরের বঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়ান কাউখালীর লতিফ খসরু

সন্ধা তীরের বঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়ান কাউখালীর লতিফ খসরু


কাউখালী প্রতিনিধি 🔻
পিরোজপুরের কাউখালীতে প্রতিবন্ধী ও বঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছেন কাউখালীর প্রবীন শিক্ষা উদ্যোক্তা আঃ লতিফ খসরু। পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের জেগে ওঠা চরে গড়ে ওঠা আবাসনে বসবাসরত প্রতিবন্ধী ও বঞ্চিত শিশুদের পাঠদান করাচ্ছেন কাউখালী প্রতিবন্ধী কল্যান সংস্থার সভাপতি শিক্ষা উদ্যোক্তা আঃ লতিফ খসরু। তার পাঠশালায় ২৫জন শিক্ষার্থী এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। শুধু শিক্ষাই দিচ্ছেন না পাশাপাশি ্এইসব বঞ্চিত শিশুদের টিফিনের ব্যবস্থা করেছেন তিনি। তার এই পাঠশালায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করে পরে তারা অন্য বিদ্যালয় গিয়ে লেখাপড়া করতে পারে তার জন্যই তার এই উদ্যোগ। বাক প্রতিবন্ধী রিফাতের মা মঞ্জিলা বলেন, মোগো এই আবাসনে খসরু ভাই আইয়া মোর বোবা পেলাডারে লেহাপড়া শিখাইতেছে। উদ্যোক্তা আঃ লতিফ খসরু বলেন করোনা মহামারীর কারনে শিশুদের স্কুল বন্ধ থাকার কারনে শিশুদের উৎসাহ যোগাতে এবং তাদের মনোবল চাঙ্গা রাখতে আমার এই পাঠশালা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...