ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - হারিয়ে যাচ্ছে শৈশবের খেলার সামগ্রী……

হারিয়ে যাচ্ছে শৈশবের খেলার সামগ্রী……

সবুজ রাসেলঃ এমনই একটা জনপ্রিয় খেলার সামগ্রী হল এই বন্ধুক। তবে দুঃখজনক হল এই বন্দুকের গুলি হিসেবে ব্যবহার করা উরি-গাব নামক ফলটি বর্তমানে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখনকার বাচ্চারা হাত বাড়ালেই দেশে-বিদেশি খেলার সামগ্রী পাচ্ছে। এমনকি না চাইতেই বাবা-মা নিজেরাই দোকান থেকে কিনে আনছে হরেক রকমের খেলা সামগ্রী। বর্তমানে একটি বাচ্চার যে কয়টি খেলনা থাকে অতীতে তা পুরো গ্রামেও ছিলনা। মাত্র দশ-পনের বছর আগেও আমাদের গ্রাম গুলো এমনই ছিলো।

অভাবের সংসারে মানুষের মন ছোট থাকার কথা কিন্তু অতীতে আমাদের বাচ্চারা তাদের সমস্ত খেলনা বাড়ির সকলে মিলে ব্যবহার করত। আর এখন এত খেলনা তবুও বাচ্চাগুলো একাকিত্তের মাঝে বেড়ে উঠছে। এর জন্য বেশির ভাগ ক্ষেত্রে আমাদের অতি-আধুনিক মায়েরই দায়ি।

পাশের বাসার বাবুটার জন্য না হোক অন্তত নিজের বাচ্চাটার মানসিক বিকাশের স্বার্থে হলেও তাদেরকে সবার সাথে মিশতে দিন। ফার্মের মুরগীর মত খাঁচায় বন্দী না রেখে তাদেরকে সবুজ পরিবেশে বড় হওয়ার সুযোগ দিন………!!

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ার সোনাখালী জমিদারবাড়ি অনন্য একটি ঐতিহাসিক নিদর্শন

মেহেদী হাসানঃ 🔴পিরােজপুর জেলার মঠবাড়িয়ার সােনাখালি জমিদার বাড়িটি অনন্য একটি ঐতিহাসিক নিদর্শন। ইতিহাসের অনন্য স্বাক্ষী ...