ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - তানভীর রহমান প্রকৌশলী হতে চায়

তানভীর রহমান প্রকৌশলী হতে চায়

শিক্ষা প্রতিবেদক >
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের বহেরাতলা মহল্লার কৃতি শিক্ষার্থী মো. তানভীর রহমান এবছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জণ করেছে। সে ঢাকার বিএএফ শাহীন কলেজ হতে এবছর এইচএসসি বিজ্ঞান বিভাগে জিপিএ -৫ অর্জণ করে। তানভীর ২০১৪ সালে মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশন হতে এসএসসি বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ অর্জণ করেছিল। সে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠিী মঠবাড়িয়া শাখার একজন সক্রিয় সদস্য ।
সে মঠবাড়িয়া পৌরশহরের বহেরাতলার মহল্লার বাসিন্দা সাএবক পৌর কমিশিনার ও মঠবাড়িয়া প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ও স্কুল শিক্ষিকা তহমীনা আক্তারের বড় ছেলে।
তানভীর রহমান ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। এজন্য তানভীর ও তার পরিবারের স্বজনরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন ।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) ঈগলের নির্বাচনী সভা শেষে ভুরিভোজের আয়োজন পণ্ড : ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

🔴 মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর কর্মী সমর্থকদের ...