ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - ভিন্ন স্বাদের খবর - পোস্ট মর্টেমের বাংলা নাম ময়না তদন্ত কেন?

পোস্ট মর্টেমের বাংলা নাম ময়না তদন্ত কেন?

আজকের মঠবাড়িয়া ডেস্কঃ আচ্ছা কখনো ভেবে দেখেছেন পোস্ট মর্টেমের বাংলা নাম ময়না তদন্ত কেন? আমরা সকলেই জানি যে, পোস্ট মর্টেম একটি অজানা কারণকে উদ্ঘাটন করে থাকে।অন্ধকার থেকে একটি ঘটনার কারণকে আলোতে নিয়ে আসে।তাহলে পোস্ট মর্টেমের সঙ্গে ময়না পাখির মিল কোথায়?বিষয়টা হয়তো অনেকের কাছে তেমন গুরুত্ববহ নয় বা এ নিয়ে কেউ মাথাও ঘামায় না, তবে রহস্য উদঘাটনের নেশা থাকা উচিৎ।

আমরা জানি, ময়না পাখি দেখতে মিশমিশে কালো এবং তার ঠোঁট হলুদ।এই পাখি প্রায় তেরো রকম ভাবে ডাকতে পারে।অন্ধকারে ময়না পাখিকে খালি চোখে দেখা যায় না।অন্ধকারের কালোয় ময়না নিজের কালোকে লুকিয়ে রাখতে পারে।শুধু মাত্র অভিজ্ঞ মানুষ তার ডাক শুনে বুঝতে পারেন যে এটা ময়না পাখি।না দেখা ময়না কে যেমন অন্ধকারে শুধু কণ্ঠস্বর শুনে আবিষ্কার করা যায়, তেমনই পোস্টমর্টেমেও অন্ধকারে থাকা কারণকে সামান্য সূত্র দিয়ে আবিষ্কার করা হয়।

সামান্য সূত্র থেকে আবিষ্কার হয় বড় থেকে বড় রহস্যের সমাধান।পাওয়া যায় আসল অপরাধীদের।পাওয়া যায় মৃত্যুর কারণ।তাই পোস্ট মর্টেমের বাংলা হয়েছে – ময়না তদন্ত।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বরিদ্যালয় ২০২৩-২৪ সেশনে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত

পিরোজপুর প্রতিনিধি : বর্তমান সরকারের সময় প্রতিষ্ঠিত পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি ...