ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় সপ্তাহব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

মঠবাড়িয়ায় সপ্তাহব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার থেকে ৮ম ও ৯ম শ্রেণীর ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর আওতায় শ্রেণী শিক্ষকদের ৭ দিনের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে । পৌর শহরের কে, এম, লতীফ ইনিষ্টিটিউশন ও উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। আগামী বুধবার এ প্রশিক্ষণ শেষ হবার কথা রয়েছে। এ প্রশিক্ষণে মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯‘শ ২৬ জন শিক্ষক অংশ গ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইউম, প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা ও সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আবুল খায়ের (চলতি দায়িত্ব)।

মিরুখালী স্কুল এন্ড কলেজ এর ইংরেজী শিক্ষক মো. রোকনুজ্জামান শরীফ মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য ৮ম ও ৯ম শ্রেণীর ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর আওতায় শ্রেণী শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা আধুনিক শিক্ষা ব্যবস্থাকে আয়ত্ব করতে পারবেন এবং শিক্ষার্থীদের পাঠদানে সুবিধা হবে।

মঠবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আবুল খায়ের (চলতি দায়িত্ব) জানান, ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর আওতায় ৭দিন ব্যাপী ৮ম ও ৯ম শ্রেণীর বিষয় ভিত্তিক শ্রেণী শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে । ১১ টি বিষয়ের উপর এই প্রশিক্ষণ হবে । এতে মোট ৯২৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা আধুনিক শিক্ষা ব্যবস্থাকে আয়ত্ব করতে পারবেন এবং শিক্ষার্থীদের পাঠদানে সুবিধা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...