ব্রেকিং নিউজ
Home - অপরাধ - পিরোজপুরে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর সমর্থকদের হামলা! থানায় মামলা-আটক-৬

পিরোজপুরে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর সমর্থকদের হামলা! থানায় মামলা-আটক-৬


পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে স্বতন্ত্র প্রার্থী এম এ আউয়াল ও নৌকার প্রার্থী শ ম রেজাউল করিম সমর্থকদের মধ্যে হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার সকালে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়ালের ছোটভাই জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক বাদী হয়ে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের অনুসারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েজিদ হোসেনকে প্রধান আসামী সহ ১৫জন নামীয় এবং ২০/২৫ জন অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামীরা হলো কদমতলা ইউনিয়নের, তরিকুল ইসলাম সেখ, মিজান হাওলাদার, আনিস সেখ, হাফিজ সেখ, মনির খান, মো. আরাফাত সেখ, মাহাবুব দরানী, মো. ফারুক, মো. হান্নান সেখ, বেল্লাল হাওলাদার, পিরোজপুর সদরের মোঃ আলী সেখ, মোঃ বাচ্চু সেখ, মোঃ আরিফ ও কচুয়া উপজেলার মো. ইব্রাহিম সেখ। এ ঘটনয় এ পর্যন্ত ৬ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
মামলার বিবরনে জানাযায়, বাদী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খালেক এর বড় ছেলে আহত যুবলীগ নেতা তানভীর মুজিব অভি ও তার বন্ধু গুরুতর আহত যুবলীগ কর্মী রনি দাস এবং গুরুতর আহত ছাত্রীলগ কর্মী স্মরন চক্রবর্তী সহ সতন্ত্র প্রার্থী বাদীর বড়ভাই জেলা অওয়ামীলীগের সভাপতি এম এ আউয়াল এর কয়েকজন সমর্থকদের নিয়ে ৭/৮টি মোটর সাইকেলে সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের নির্বাচনী অফিসের যায়গা তদারক শেষে শহরে ফেরার পথে কদমতলা এলাকায় আসামীগন পূর্ব পরিকল্পিতভাবে দেশিয় অস্ত্র,চাপাতি,কুড়াল, জিআই পাইপ,লোহার রড নিয়া বাদির পুত্র অভিসহ অন্যদের হত্যার উদ্যেশ্যে চতুর্দিক থেকে ঘেরাও করে। এ সময় আসামী তরিকুল চায়নিজ কুড়াল দিয়া রনি দাসকে কোপ দিলে রনির হাত মারাত্মক জখম হয়। একইভাবে আসামীরা স্মরন চক্রবর্তীকেও হত্যার উদ্যেশ্যে কোপ দিলে তার পায়ে লেগে গুরুতর জখম হয়। পরে এলোপাতারি কোপইয়া রনি ও স্মরনকে গুরুতর জখম করে। এ সময় বাদীর পুত্র অভি তার বন্ধুদের বাচাঁতে গেলে ৫নং আসামী আরিফ তার হাতে থাকা জিআই পাইপ দিয়া অভিকে আঘাত করে। এতে অভির বাম বাহুতে লেগে হাত ফ্রাকচার হয়। এ সময় আসামীরা অভির পকেটে থাকা দেড় লক্ষ টাকার আই-ফোন-১৪ ছিনিয়ে নেয় এবং অভিসহ অন্যদের ব্যবহৃত মোটর সাইকেল পিটাইয়া ও কোপাইয়া নষ্ট করে।
গুরতর আহত রনি দাস এবং স্মরন চক্রবর্তীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া তানভীর মুজিব অভির হাতে সহ শহীরের বিভিন্ন স্থানে আঘাত আছে বিধায় পিরোজপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ মতাবস্থায় মামলার বাদী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খালেক রেকর্ডভুক্ত আসামীদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেযার দাবী জানান।
উল্লেখ্য রবিবার বিকালে সদর উপজেলার কদমতলা ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী শ ম রেজাউল করিমের এবং সতন্ত্র প্রার্থী এম এ আউয়ালের সমর্থকদের মধ্যে দু’দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮-১০ জন কর্মী-সমর্থক আহত হন। হামলায় যুবলীগ নেতা তানভীর মুজিব অভি সহ তাদের (স্বতন্ত্র) কর্মী রনি দাশ, শরন চক্রবর্তী সহ ৫-৬ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবী করেছে যুবলীগ নেতা তানভীর মুজিব অভি ।
এ সব ঘটনার পর রবিবার পিরোজপুর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়লে শহরের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা শহর পরিদর্শন করেন ।
পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, রবিবারের ঘটনায় একটি এজাহ্রা দাখিল করা হয়েছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...