ব্রেকিং নিউজ
Home - জাতীয় - খালেদার জামিন ; আন্তসমর্পনের পরে আদালত

খালেদার জামিন ; আন্তসমর্পনের পরে আদালত

ঢাকা : নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছেন ঢাকার বিশেষ জজ-৯ আদালত। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানি ২৮ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।

সোমবার আত্মসমর্পণ করে বেলা সাড়ে ১২টার দিকে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন বিশেষ জজ-৯ আমিরুল ইসলামের আদালত। মাত্র ১০ মিনিটের শুনানি শেষে বিচারক এ আবেদন মঞ্জুর করে তারিখ নির্ধারণ করেন।

এর আগে সোয়া ১২টার দিকে বিচারিক আদালতে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

এসময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। তারা খালেদার উপস্থিতিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকেন।

আগে থেকেই তার আত্মসমর্পণ উপলক্ষে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। আদালত চত্বরে র‌্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। ছিলেন সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও। ভেতরে ঢোকার আগে সবার দেহতল্লাশি করা হয়। বাইরে ছিল খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাকর্মী সিএসএফ সদস্যরাও।

এর আগে ঢাকার বিশেষ জজ-৯ আমিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বলে জানান তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবাহ। এজন্য এ আদালতে আদালতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়।

উল্লেখ, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে এই নাইকো দুর্নীতি মামলা দায়ের করা হয়। এ মামলায় ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। পরে এ মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনে ২০০৮ সালের ৯ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে রুল জারি করেন। এ রুলের উপর হাইকোর্টে চলতি বছরের ১৯ এপ্রিল শুনানি শুরু হয়ে শেষ হয় ২৮ মে। এরপর আদালত রায়ের জন্য অপেক্ষমান রাখেন। এরপর ১৮ জুন রুল খারিজ করে রায় ঘোষণা করেন হাইকোর্ট।

১৮ জুন হাইকোর্ট তার রায়ে বলেছিলেন, এ মামলার কার্যক্রম নিম্ন আদালতে চলবে এবং রায়ের অনুলিপি হাতে পাওয়ার দু’মাসের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। গত ২৯ সেপ্টেম্বর হাইকোর্টের ওই রায়ের কপি ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে এসে পৌঁছালে পরদিন ওই আদালতের বিচারক ৩০ নভেম্বর মামলাটির পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...