ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মাউশির ডিজি ফাহিমাসহ দুইজনকে তলব

মাউশির ডিজি ফাহিমাসহ দুইজনকে তলব

আদালতের আদেশ অনুসরণ না করায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট।

ফাহিমা খাতুন এবং অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ শাখা) হেলাল উদ্দিনকে আগামী ৫ জানুয়ারি আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মিসবাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চ বুধবার রুলসহ এই আদেশ দেয়।

শিক্ষা সচিব, ফাহিমা খাতুন ও হেলাল উদ্দিনসহ সাত কর্মকর্তাকে আদালত অবমাননার এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী এআরএম কামরুজ্জামান কাকন।

আদেশের পর আইনজীবী আলতাফ হোসেন জানান, রংপুর মডেল কলেজের চার শিক্ষকসহ পাঁচজনের এমপিও বিষয়ে হাই কোর্টের স্থগিতাদেশ থাকার পরও একই বিষয়ে তাদের অধিদপ্তরের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়।

“এটি আদালত অবমাননার শামিল হওয়ায় আবেদনটি করা হয়। আদালত শিক্ষাসচিবসহ সাত জনকে রুল দিয়েছেন। সেই সঙ্গে ব্যাখ্যা জানাতে দুইজনকে তলব করেছেন।”

মামলার বিবরণ থেকে জানা যায়, নিয়োগ বৈধ নয় বলে ২০১০ সালের ১১ জানুয়ারি অধিদপ্তর রংপুর মডেল কলেজের ওই পাঁচজনের বেতন-ভাতা হিসাবে নেওয়া অর্থ ফেরত চেয়ে এমপিও বাতিলের সিদ্ধান্ত জানায়।

এই পাঁচজন হলেন- কলেজের সহকারী অধ্যাপক (রসায়ন) আহসান হাবীব, সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান ) মো. তৈয়ব মিয়া, প্রভাষক (দর্শন) কাজী খালেদ (দর্শন), প্রভাষক (ইংরেজি) জিকরুল ইসলাম ও প্রদর্শক (কম্পিউটর) মো. মমিনুর রহমান।

অধিদপ্তরের চিঠির বৈধতা চ্যলেঞ্জ করে তারা রিট আবেদন করলে ওই বছরের ২৭ জানুয়ারি হাই কোর্ট ওই চিঠির কার্যকারিতা স্থগিতের পাশাপাশি রুল দেয়।

এরপর চলতি বছরের ২৪ নভেম্বর অধিদপ্তরের আরেক চিঠিতে কেন ওই পাঁচজনের এমপিও স্থগিত করা হবে না- তা জানতে চাওয়া হয়।

সেই সঙ্গে তাদের নেওয়া বেতনভাতা সরকারি কোষাগারে ফেরত দিয়ে চালানের মূলকপি পাওয়ার সাত দিনের তা অধিদপ্তরে জমা দিতে বলা হয়।

এ অবস্থায় তৈয়ব মিয়াসহ অন্যরা গত মঙ্গলবার আদালত অবমাননার অভিযোগ এনে হাই কোর্টে এই আবেদন করেন, যার ওপর শুনানি শেষে বুধবার রুল জারি হলো।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...