ব্রেকিং নিউজ
Home - জাতীয় - তনু হত্যাকারীদের বিচার দাবি > পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন – বিক্ষোভ মিছিল

তনু হত্যাকারীদের বিচার দাবি > পিরোজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন – বিক্ষোভ মিছিল

পিরোজপুর সংবাদদাতা > কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুকে কুমিল্লা সেনানিবাসে ধর্ষণের পর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করেছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। পিরোজপুরের সকল ছাত্র-ছাত্রীদের ব্যানারে মঙ্গলবার সকালে স্থানীয় টাউনক্লাব রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা এ নৃশংস ঘটনার ৮ দিনেও ধর্ষক হত্যাকারীকে সনাক্ত বা আটক না করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের নারীরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। সেনানিবাসের ভেতর যেখানে সর্বোচ্চ নিরাপত্তা আছে বলে ধারণা করা হয়, সেখানে নারী ধর্ষণ ও হত্যার মতো অমানবিক ও ঘৃণ্য ঘটনা ঘটে। এটা আবারো প্রমাণ করে যে, সরকার দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। অতীতের সকল ঘটনার বিচার ও উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়ায় ধর্ষণ-নিপীড়ন বন্ধ হচ্ছে না ।
বক্তারা অবিলম্বে সোহাগী জাহান তনুর ধর্ষক ও হত্যাকারীদের আটক করে ও ফাঁসির দাবি জানান।
ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, সম্পাদক সালমা রহমান হেপি, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ,নারীনেত্রী খালেদা আক্তার হেনা, মাতোয়ারা বেগম, শিক্ষক তপন সিকদার, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী খালিদ আবু, সাংবাদিক এ কে আজাদ, হাসিবুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়েনর সহসভাপতি অভিজিৎ মন্ডল, বন্ধুসভার রেজোয়ান স্বাজন,কলেজ ছাত্রী তিথি, মৌ, সপ্তম শ্রেনীর ছাত্রী মীম, নাট্যকর্মী রাকিব সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...