ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে টি আই বি র দুর্নীতি প্রতিরোধে কুইজ প্রতিযোগিতা > শপথ গ্রহণ অনুষ্ঠিত

পিরোজপুরে টি আই বি র দুর্নীতি প্রতিরোধে কুইজ প্রতিযোগিতা > শপথ গ্রহণ অনুষ্ঠিত

পিরোজপুর সংবাদদাতা > জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য- দুর্নীতি রুখবেই প্রতিপাদ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে সরকারি মহিলা কলেজ পিরোজপুরে দুর্নীতি প্রতিরোধে কুইজ প্রতিযোগিতা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুরের সহযোগি সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট ফ্রেন্ডস (ইয়েস ফ্রেন্ডস) এর আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সদস্য অধ্যাপক রুহুল আমীন, প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাহাঙ্গীর খান, বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক শেখ রফিকুল ইসলাম। কুইজ প্রতিযোগিতা এবং শপথ গ্রহণ অনুষ্ঠানে এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সনাক সদস্য রমা রাণী সাহা, খায়জুরান দিরোজ। সনাক সদস্য আতায়ে রব্বানী ফিরোজ অংশগ্রহণকারী সকলকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন সনাক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান, সদস্য গৌর কুমার রায়চৌধুরী এবং স্বজন সদস্য তাপস ভট্টাচার্য। পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানের একাদশ শ্রেনীর শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক কুইজ’এ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রথম থেকে পনেরতম স্থান অধিকারী পর্যন্ত শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা পুরষ্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ জাহাঙ্গীর খান বলেন, সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনে আমাদের তরুণদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে নীতি ও নৈতিকতার সাথে পরিচালনা করতে হবে। উক্ত অনুষ্ঠানে সনাক, স্বজন, ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যরা উপস্থিত ছিলেন। কার্যক্রমে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক দায়িত্ব পালন করেন।
উক্ত কার্যক্রমের পাশাপাশি ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস সদস্যগণ সরকারি মহিলা কলেজে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ কার্যক্রম পরিচালনা করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...