ব্রেকিং নিউজ
Home - জাতীয় - আই হ্যাভ এ ড্রিম থেকে আই হ্যাভ এ কোয়েশ্চেন

আই হ্যাভ এ ড্রিম থেকে আই হ্যাভ এ কোয়েশ্চেন

মো. রাসেল সবুজ:১৯৬৩ সালের ২৮ আগস্ট ‘আই হ্যাভ এ ড্রিম’ খ্যাত একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র, যিনি ছিলেন বিশ্বখ্যাত বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা।একসময় আমেরিকাতে কৃষ্ণাঙ্গ মানুষের সঙ্গে চরম বৈষম্য করা হতো।একটা উদহারণ দিলে কিছুটা আন্দাজ করতে পারবেন বৈষম্যের পরিমাপটা কতটুকু ছিল।সাদা মানুষ বাসে উঠলে কালো মানুষের সিট ছেড়ে দিতে হতো।১৯৫৫ সালে রোসা পার্ক নামের এক কালো মেয়েকে সাদা চামড়াওয়ালা একজনকে সিট ছেড়ে না দেয়ার অপরাধে গ্রেফতারও করা হয়েছিল।
২০১৬ সালের ১২ মার্চ, স্কুল শেষে বাস না পেয়ে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্রী শামসুন্নাহার শতাব্দী।পথে পেয়ে গেলো মন্ত্রীকে।ভিঁড়ের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করলো শতাব্দী।সাংবাদিকদের প্রশ্ন শেষ হলে হাত উঁঠিয়ে সে বললো, ‘মিনিস্টার ওবায়দুল কাদের! আই হ্যাভ এ কোয়েশ্চেন!’
তখন শনিবার দুপুর ১২ টা।স্কুল ড্রেস পরিহিত মেয়েটির পিঠে বইয়ের ব্যাগ।রোদ থেকে বাঁচতে মাথায় আছে গোল ক্যাপ।হাঁটতে হাঁটতে চোখে মুখে ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে।এ অবস্থায় মেয়েটির প্রশ্ন হতবাক করে দেয় মন্ত্রীকে।মন্ত্রীর পাল্টা প্রশ্ন- ‘হোয়াট ইজ ইয়োর কোয়েশ্চেন।আর ইউ জার্নালিস্ট!’ সঙ্গে সঙ্গে মেয়েটির উত্তর- ‘নো! আই এম এ স্টুডেন্ট।’
মেয়েটি বললো, ‘আমি যখন স্কুলে আসি তখন বাসগুলো মহিলা সিট নেই বলে উঠতে দেয় না।কন্ডাক্টররা বলেন, ‘আপনাদের উঠতে দেয়া যাবে না।তখন স্কুলে আসতে দেরি হয়ে যায়।আবার একইভাবে বাসায় ফিরতেও দেরি হয়।কখনো কখনো ক্লাসও মিস হয়।
তাহলে মহিলাদের জন্য আলাদা বাসের কি প্রয়োজন নেই?

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...