ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে ২৩ বছর পর আওয়ামী লীগের সম্মেলন কাল

পিরোজপুরে ২৩ বছর পর আওয়ামী লীগের সম্মেলন কাল

মেহেদী হাসান বাবু :
আওয়ামী লীগ পিরোজপুর জেলা শাখার সম্মেলন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সর্বশেষ ১৯৯১ সালে এ জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তখন ডা: ক্ষীতিস চন্দ্র মণ্ডল সভাপতি ও এ কে এম এ আউয়াল সাধারণ সম্পাদক হলেও ১৯৯৫ সালে কেন্দ্র এই জেলা কমিটি ভেঙে দেয়। তখন প্রায় কাণ্ডারিবিহীন জেলা আওয়ামী লীগের কার্যক্রম চলতে থাকলে তিন বছর পর অ্যাডভোকেট চণ্ডিচরণ পালকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। ২০০২ সালে সুধাংশু শেখর হালদারকে (মৃত) সভাপতি ও এ কে এম এ আউয়ালকে সাধারণ সম্পাদক করে কেন্দ্্র একটি কমিটি গঠন করে দেয়। এ কমিটি গত ১৩ বছর ধরে দায়িত্ব পালন করছে। তবে এ সময়ের মধ্যে পিরোজপুর-১ আসনের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সুধাংশু হালদার ও আউয়ালের মধ্যে বিরোধকে কেন্দ্্র করে সাংগঠনিক কার্যক্রমে ভাটা পড়ে। ২০০৪ সালে সুধাংশু হালদার মারা গেলে সভাপতির পদটি আবারো শূন্য হয়। পরে অ্যাডভোকেট আকরাম হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। তখন থেকে সাধারণ সম্পাদক এ কে এম এ আউয়ালের নেতৃত্বে পরিচালিত হতে থাকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড। দীর্ঘ দিন জেলা সম্মেলন না হওয়ায় এবং পূর্ণাঙ্গ কমিটি না থাকায় তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সাধারণ সম্পাদকের একক নেতৃত্বে জেলা আওয়ামী লীগ পরিচালিত হচ্ছেÑ এমন অজুহাত দিয়ে অনেক নেতা এমপি আউয়ালকে সহযোগিতা না করে দূরে থাকেন। দলের মধ্যে বিরোধ থাকায় দীর্ঘ দিন যাবৎ জেলা কাউন্সিল হয়নি। তবে তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যন্ত নেতাকর্মীদের চাপা ক্ষোভের মুখে চলতি বছরের ২০ এপ্রিল সম্মেলনের একটি তারিখ ঘোষণা দিয়েও তা করতে ব্যর্থ হন তারা। আবার গত ৯ অক্টোবর সম্মেলনের তারিখ ঘোষণা করেও তা করতে ব্যর্থ হয়। এরপর আগামীকাল শুক্রবার সকাল ১০টায় পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...