ব্রেকিং নিউজ
Home - জাতীয় - নিরাপদ সড়ক চাই: গৌরবের ২৩ বছরে পদার্পণ

নিরাপদ সড়ক চাই: গৌরবের ২৩ বছরে পদার্পণ

গৌরবের ২৩ বছরে পদার্পণ। ২২ বছর পেরিয়ে সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই (নিসচা) আজ ২৩ বছরে পড়েছে। প্রত্যাশার প্রাপ্তিতে অনেক ফারাক থাকলেও নিরাপদ সড়ক চাই আন্দোলনের ঢেউ এখন সমগ্র বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বময় ছড়িয়ে পড়েছে।

পর্দার তারকা থেকে আজ আজকের বাস্তবের তারকা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন স্বজন হারানোর বেদনায় নেমে পড়লেন পথে। শোককে শক্তিতে রূপান্তরিত করে গড়ে তুলেন সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই শ্লোগানে ১৯৯৩ সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই আন্দোলনের সূচণা করেন। সময়ের পথ বেয়ে এই আন্দোলন আজ যৌক্তিক অবস্থানে উপনীত হয়েছে।

এরই ধারাবাহিকতায় জাতিসংঘসহ দেশীয়-আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা নিরাপদ সড়ক গঠনে এগিয়ে এসেছে। আশার কথা বাংলাদেশ সরকার ইলিয়াস কাঞ্চনের এই দাবিকে অগ্রাধিকার দিয়ে সামাজিক এই আন্দোলনের কর্মকান্ডকে গ্রহণ করেছে। ঘোষণা করেছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
নিরাপদ সড়ক আন্দোলনের ২২ বছেরর পথচলায় অনেক প্রাপ্তি আছে। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর লগ্নে বড় প্রাপ্তি হচ্ছে নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক আয়োজিত সাউথ-ইস্ট এশিয়া রিজিওন আরটিএজি-আরটিআই (রিজিওনাল টেকনিক্যাল এডভাইজরী গ্রুপ-রোড ট্রাফিক ইনজুরিজ) সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করা। উল্লেখ্য তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরটিএজি-আরটিআই এর বাংলাদেশ প্রতিনিধি।
আগামীকাল ২ ডিসেম্বর জাকার্তার জে ডব্লিউ মেরিওট হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এই সম্মেলনে সাউথ-ইস্ট এশিয়া রিজিওন এর মোট ১১ টি দেশের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করবেন। অংশগ্রহনকারী দেশ সমুহ হচ্ছে বাংলাদেশ, ভুটান, ভারত, উত্তর কোরিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড, তিমুর। সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর গবেষণালব্ধ ‘রোড সেফটি ম্যানেজমেন্ট’ এর ওপর বক্তব্য তুলে ধরবেন।

উল্লেখ্য এই প্রেজেন্টেশন তৈরি করেছেন নিসচা’র আন্তর্জাতিক সম্পাদক মিরাজুল মইন জয় ও কার্যনির্বাহী সদস্য ফারিহা ফাতেহ।
‘রোড সেফটি’ এর ওপর আয়োজিত এই সম্মেলন ইলিয়াস কাঞ্চনের সামাজিক আন্দোলনের সফলতার একটি মাইলফলক।

এমনি একটি সময়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ৩০ নভেম্বর নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনাসভা। সভায় সভাপতিত্ব করেন সামাজিক আন্দোলনের অগ্রসেনানী নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সভা পরিচালনা করেন নিসচা সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন। বক্তব্য রাখেন নিসচা ভাইস চেয়ারম্যান রফিকুজ্জামান, মহাসচিব শামীম আলম দীপেন, যুগ্ম মহাসচিব সাদেক হোসেন বাবুল, লিটন এরশাদ, বেলায়েত হোসেন নান্টু, মোঃ গনি মিয়া বাবুল, অর্থ সম্পাদক নাসিম রুমি, নিসচা টংগীবাড়ি উপজেলা সভাপতি জামাল হোসেন মন্ডল, শরিয়তপুর জেলা শাখা সভাপতি সেকান্দর আলম রিন্টু, ভৈরব উপজেলা শাখা সভাপতি মোঃ আলাল উদ্দিন, ঢাকাস্থ খুলনা শাখার সভাপতি আবদুল গফুর সাগর, দাগনভূঁইয়া উপজেলা শাখা সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান- উল হক কামাল, প্রকাশনা সম্পাদক কামাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক একে আজাদ ও শেখ আবদুর রহমান, সাধারণ সদস্য মোঃ আমিরুল ইসলামসহ আরো অনেকে।

আলোচনাসভায় বক্তারা নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক আয়োজিত সাউথ-ইস্ট এশিয়া রিজিওন আরটিএজি-আরটিআই (রিজিওনাল টেকনিক্যাল এডভাইজরী গ্রুপ-রোড ট্রাফিক ইনজুরিজ) সম্মেলনে অংশগ্রহণকে অভিনন্দন জানিয়ে এই অর্জনকে অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত করেন। এছাড়া নিরাপদ সড়ক আন্দোলনের ২২ বছরের অগ্রযাত্রায় সংগঠনের ব্যাপক প্রসারের উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে সক্রিয় সদস্যদের অতিমাত্রায় অংশগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে ঢেলে সাজানোর পরামর্শ দেন। আলোচনায় উঠে আসে নেতৃত্বের ভবিষ্যৎ প্রজন্ম তৈরি ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় করে দক্ষ নেতৃত্ব তৈরি করা। এছাড়া সামাজিক কমিটমেন্ট থেকে নিসচা চেয়ারম্যানের ইমেইজ এবং অর্জনকে পাথেয় করে সমগ্র বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনের প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করা, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সকলকে এই আন্দোলনের একই সূঁতোয় গাঁথার আহবান জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সামাজিক এই আন্দোলনে সকলের অংশগ্রহণকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করে আগামীদিনে একসাথে সড়ক নিরাপদকরণে ঝাঁপিয়ে পড়া্র আহবান জানান। নিরাপদ সড়ক চাই’র ২২ বছরের পথচলায় সমন্বিত প্রয়াসকে সাধুবাদ জানিয়ে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক আয়োজিত সাউথ-ইস্ট এশিয়া রিজিওন আরটিএজি-আরটিআই (রিজিওনাল টেকনিক্যাল এডভাইজরী গ্রুপ-রোড ট্রাফিক ইনজুরিজ) সম্মেলনে অংশগ্রহণের বিশদ ব্যাখ্যা দেন এবং এই অর্জনকে ধরে রাখতে আগামীদিনে আরও গতিশীল কার্যক্রম গ্রহণের আহবান জানান। পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে নিরাপদ সড়ক আন্দোলনের সকল যোদ্ধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে সিদ্ধান্ত নেয়া হয় নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দেশে ফিরে এলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক আয়োজিত সাউথ-ইস্ট এশিয়া রিজিওন আরটিএজি-আরটিআই (রিজিওনাল টেকনিক্যাল এডভাইজরী গ্রুপ-রোড ট্রাফিক ইনজুরিজ) সম্মেলনে অংশগ্রহণের উপর অভিজ্ঞতা বিনিময় এবং মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দেয়া হবে। যার দায়িত্বে থাকবেন নিসচার যুগ্ম মহাসচিব সাদেক হোসেন বাবুল।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...