ব্রেকিং নিউজ
Home - তৃণমূল সংলাপ - মঠবাড়িয়ায় নারী উদ্যোক্তাদের নিয়ে মঠবাড়িয়া ই-বাজারের মিলন মেলা

মঠবাড়িয়ায় নারী উদ্যোক্তাদের নিয়ে মঠবাড়িয়া ই-বাজারের মিলন মেলা


বিশেষ প্রতিনিধি 🔴🟢
পিরোজপুরের মঠবাড়িয়ায় নারী উদ্যোক্তাদের নিয়ে মঠবাড়িয়া ই-বাজারের আয়োজনে হরিনপালা ইকো পার্কে দিনব্যাপী নারী উদ্যোক্তা মিলনমেলা অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার দিনব্যাপী এ উদ্যোক্তামেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, বিশেষ অতিথি ছিলেন, কে, এম, লতীফ ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক মোসাঃ আয়শা খানম, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, মঠবাড়িয়া ই-বাজারের উপদেষ্টা ও মঙ্গল আলোয় ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি নারগিস সুলতানা।

এছাড়া উপস্থিত ছিলেন পাথরঘাটা অনলাইন হাটবাজার গ্রুপের প্রতিষ্ঠাতা কেএম তারিকুল ইসলাম ফারহাদ এবং সহপ্রতিষ্ঠাতা জান্নাতুল ফেরদৌসী।

প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত নারী উদ্যোক্তাদের কাজের প্রশংসা করেন এবং তাদের সবার্ত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

এসময় আরাফাত হোসাইন মিরাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রায় পঞ্চাশ জন উদ্যোক্তা,গ্রুপ এক্সপার্ট শারমিন জাহান, মডারেটর ফেরদৌসি আহমেদ ,আয়শা সিদ্দিকা, লাভলী ইসলাম, সানজিদা আসাদ, অহিদা মনি, ইভা, স্বর্ণা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জি এম টুটুল। এছাড়া সার্বিক তত্বাবধানে ছিলেন তানভীর হাফিজ ও আরিফ শাহিন। উদ্যোক্তা মিলনমেলার স্পন্সর ছিলেন র ট্রাস্ট এ্যাপারেল সোর্সিং এর ম্যানেজিং ডিরেক্টর অলি আহমেদ, মঠবাড়িয়া ই-বাজারের উপদেষ্টা ও মঙ্গল আলোয় ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি নারগিস সুলতানা, সুন্দরবন ট্রেডিং এর স্বত্তাধিকারী তানভীর হাফিজ ,এডভ্যান্স আইটি সেন্টার এর স্বত্তাধিকারী আরিফ শাহিন ,মঠবাড়িয়া ই-বাজারের এডমিন ও সপ্তমিতার স্বত্ত্বাধিকারি রুপা রায়হানা ঝর্না, এইচ ই এক্সপ্রেস এর স্বত্ত্বাধিকারি শারমিন জাহান, বেকিং হাউজ বাই মঠবাড়িয়া এর স্বত্তাধিকারি শারমিন পাপ্পি, ফেরদৌসি অনলাইন ফুডের স্বত্তাধিকারি ফেরদৌসি আহমেদ,আয়েশা’স ফুডে স্বত্তাধিকারি আয়শা সিদ্দিকা,তাহিরা’স হ্যান্ডিক্রাফটের স্বত্ত্বাধিকারি অহিদা মনি ।

মঠবাড়িয়া ই -বাজারের স্লোগান”জীবন হোক কর্মময় ,দেশ হোক সমৃদ্ধময়”নারীরা নিজেদের কর্মশীল করে তুলবো। উদ্যোক্তা হয়ে দেশের সমৃদ্ধি করতে কাজ করবে।উদ্যোক্তা মিলন মেলার উদ্দেশ্য ছিল উদ্যোক্তারা একে অপরের সাথে পরিচিত হবে । নিজের পন্যের প্রচার করবে। ক্রেতা বিক্রেতার মধ্যে সুসম্পর্ক তৈরি হওয়া । এক কথায় নিজেদের পরিচিতি তৈরি করা।

এসময় মিলন মেলা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করার সহজকরন, সময় বাচানো, এবং নারী উদ্যোক্তাদের সারা পৃথিবীতেই অনলাইনের মাধ্যমে কেনাকাটা করার ভূমিকা তৈরি করার কর্মশালা অনুষ্ঠিত হয়। মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...