ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা

মঠবাড়িয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢
পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসী শহিদুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতে ওই প্রবাসী বাদী হয়ে বাহাদুর ও ফজলু নামে দুই জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭ জনকে আসামী বিরুদ্ধে মামলাটি করেন। বাহাদুর (৪০) উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের নূর মোহাম্মদ মাতুব্বরের ছেলে ও ফজলুল হক (৬০) একই এলাকার মৃত মোতাহার আলী হাওলাদারের ছেলে। মামলায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১৮ লক্ষ ৬৫ হাজার টাকা লুন্ঠনের অভিযোগ আনা হয়েছে। প্রবাসী শহিদুল ইসলাম উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের মৃত আঃ মজিদ মিয়ার পুত্র।
ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দল পরিবারের ৭ সদস্যের মধ্যে ৬ জনকে জিম্মি করে দুই হাত পিছমোড়া করে বেঁধে মারধর করে। ডাকাত দল চলে যাওয়ার পর ৯ বছরের শিশু তাদের হাতের বাঁধন খুলে দিলে ডাকচিৎকারে স্থানীয়রা জড়ো হতে থাকে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম, অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল, ইন্সপেক্টর (তদন্ত) আঃ হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নুরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চি করে জানান, বাহাদুর ও ফজলুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামীরে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...