ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - কাউখালীতে গণ টিকা কার্যক্রম সফল করতে ভ্রাম্যমান বাউল গান ও ভ্রাম্যমাণ ভ্যাকসিন

কাউখালীতে গণ টিকা কার্যক্রম সফল করতে ভ্রাম্যমান বাউল গান ও ভ্রাম্যমাণ ভ্যাকসিন


কাউখালী প্রতিনিধি 🔴🟢

পিরোজপুরের কাউখালীতে গন টিকা কার্যক্রম সফল করতে ভ্রাম্যমান বাউল গান ও ভ্রাম্যমাণ এ্যাম্বুলেন্সে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ‘টিকা নিন, সুস্থ্য থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সারা দেশেরে ন্যায় কাউখালীতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যাক্রম শুরু করা হয়।
গণ টিকা কার্যক্রম সফল করতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মৃদুল আহম্মেদ সুমন উপজেলার বিভিন্নস্থানে সপ্তাহ ব্যাপী জনসাধারণকে গণ টিকা কর্মসূচির লিফলেট, মাইকিং, পথসভা ও গনসচেতনতা সহ বিভিন্ন মাধ্যমের প্রচারণা চালিয়ে আসছেন । প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান বাউল সংগীত পরিবেশন করে জনসাধারণকে টিকা গ্রহণে উৎসাহিত করা হচ্ছে। এছাড়া ভ্রাম্যমাণ এ্যাম্বুলেন্সের মাধ্যমে উপজেলার প্রত্যন্ত এলাকায় টিকা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, গণ টিকার কার্যক্রমে কাউখালী উপজেলার ১৫টি কেন্দ্রে ৫ হাজার টিকা প্রদান করা হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...