ব্রেকিং নিউজ
Home - প্রবাসে বাংলা - ইতালি প্রবাসী টিয়ারখালীর আনোয়ার হোসেন হিরু আমাদের মাঝে আর নেই

ইতালি প্রবাসী টিয়ারখালীর আনোয়ার হোসেন হিরু আমাদের মাঝে আর নেই

মঠবাড়িয়ার হলতা গুলিসাখালী ইউনিয়নের লক্ষনা নিবাসী মরহুম কাঞ্চন আলী মৃধার বড় ছেলে আনোয়ার হোসেন হিরু ৭২ বছর বয়সে ইতালির রোমে সময় আনুমানিক রাত ৩:৫৫ মিনিটে তোর ভেরেগেটা (Tor Vergata) হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।তিনি দীর্ঘদিন ইউরোপের বিভিন্ন দেশে কর্ম জীবন কাটিয়েছে গত দুই সপ্তাহ আগে তার এক ছোট ভাইয়ের বাসায় বসে শ্বাস কষ্ট অনুভব করেন পরে প্রথমিক চিকিৎসা নেন মোটামুটি সুস্থতা অনুভব করেন পরে আবারও অসুস্থ হয়ে পরলে তাকে হসপিটালে নেয়া হয় সেখানে প্রথমে তাকে করোনা ভাইরাসের আক্রান্ত রোগী হিসাবে আইসিইউতে ভর্তি করা হয় পরে করোনা নেগেটিভ আসলে তাকে নরমাল ইউনিটে দেয়া হয় এবং তখন মোটামুটি সুস্থতা বোধ করছিলেন পরবর্তী সময় আবারও শারীরিক অবনতি হয় এবং সে মৃত্যুর বরন করেন। ইতালিতে তার দুই ভাই এক বোন বসবাস করে লন্ডনে এক ভাই এক বোন বসবাস করেন তারা এই সংবাদ নিশ্চিত করেছেন। তিনি মৃত্যুর পরে রেখে গেছেন তার স্ত্রী ও এক কন্যা সন্তান অগনিত আত্মীয়স্বজন। এক জীবনে তিনি ছিলেন হাস্যোজ্জ্বল সাদামনের মানুষ। তার মৃত্যুে আত্মীয়স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তার জন্য তার স্ত্রী কন্যা সহ তার ভাই বোনরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন। এইদিকে আজকের মঠবাড়িয়ার পরিবার গভীর ভাবে শোকাহত।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় প্রবাসি আমিরুল হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে গ্রামবাসির মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মো. আমিরুল ইসলাম হাওলাদার (৪২) নামের ...