ব্রেকিং নিউজ
Home - উপকূল - মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝ রাতে ঘুরে ঘুরে খাবার দিলেন পিরোজপুরের ডিসি

মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝ রাতে ঘুরে ঘুরে খাবার দিলেন পিরোজপুরের ডিসি

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝ রাতে ঘুরে ঘুরে খাবার দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক। বুধবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের কৃষ্ণচুড়া মোড়, পুরাতন ডিসি অফিস, থানা সড়ক, সিও অফিস ও পুরাতন বাসস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা ঘুরে এ খাবার বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে শহরের হোটেল-রেঁস্তোরা বন্ধ থাকায় এ সব ভারসাম্যহীন ও ভবঘুরেদের বর্তমানে না খেয়ে থাকতে হয়। তাই গত ৩ এপ্রিল থেকে স্থানীয় যুব সংগঠন “পিরোজপুর ইয়ূথ সোসাইটি” প্রতিদিন রাতে পিরোজপুর শহরের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝ রাতে ঘুরে ঘুরে খাবার বিতরণ করে আসছে।
এ বিষয়ে জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের কারণেই ২৬ মার্চ থেকে শহরের হোটেল, রেঁস্তোরা বন্ধ থাকায় খাবারের অভাবে রাস্তায় থাকা এ সকল মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেরা অভুক্ত অবস্থায় থাকছে । তাই পিরোজপুর শহরের এই অভুক্ত মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের প্রতিদিন রাতে খাবার দেয়ার জন্য স্থানীয় যুব সংগঠন “পিরোজপুর ইয়ূথ সোসাইটি” এর সহযোগীতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে পিরোজপুর জেলা প্রশাসন।
পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়কারী মো: হাসিবুল ইসলাম হাসান জানান, করোনা ভাইরাস প্রতিরোধে শহরের হোটেল-রেঁস্তোরা বন্ধ থাকায় মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝে জেলা প্রশাসনের সহযোগীতায় পিরোজপুর ইয়ূথ সোসাইটি এ খাবার বিতরণের আয়োজনে করেছে। হোটেল-রেঁস্তোরা না খোলা পর্যন্ত প্রতিদিন রাতে এই ১৮-২০ জন মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের মাঝে এ খাবার বিতরণ অব্যহত থাকবে।
এছাড়াও পিরোজপুর ইয়ূথ সোসাইটির সদস্যরা শহরে ভাসমান কুকুরদের মাঝেও প্রতিদিন রান্নাকরা খাবার বিতরন করে। হোটেল রেস্তোরা বন্ধ থাকায় এসব প্রানীকুল প্রায়ই অভুক্ত থাকছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...