ব্রেকিং নিউজ
Home - অপরাধ - ত্রান বিতরণে নয়ছয় করার অভিযোগ করেছেন এনামুল হক খান

ত্রান বিতরণে নয়ছয় করার অভিযোগ করেছেন এনামুল হক খান

এনামুল হক খান হিমু তার ফেসবুকে “মঠবাড়িয়া ত্রাণ চুরির আসল রহস্য উদঘাটন” শিরোনামে এই লেখা্ট প্রকাশ করেনজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়াল এর ব্যক্তিগত অর্থে করোনা পরিস্থিতিতে জেলার নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানো ইচ্ছা থেকে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে খাদ্য সামগ্রী পাঠান যা বিতরণ নিয়ে নয়ছয় হয় বলে অভিযোগ তুলে সাবেক ছাত্রনেতা এনামুল হক খান হিমু তার নিজের ফেসবুক আইডি থেকে এই অভিযোগ করেন নিচে তার সম্পূর্ন দেয়া তুলে ধরা হলো,,

• পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জনাব এ কে এম আউয়াল সাহেবের তহবিল থেকে ৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী আসে মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের কাছে। উক্ত ত্রাণ সামগ্রী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে রাখা হয়। মঠবাড়িয়া পৌরসভায় ১৭০ টি প্যাকেট বাজেট করা হয়।উক্ত ত্রাণ সামগ্রী বন্টনের দায়িত্বে ছিলেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক(লোকমান হোসেন খান) প্রচার ও প্রকাশনা সম্পাদক(ফজলুল হক মনি) ও মঠবাড়িয়া পৌর যুবলীগের সভাপতি(তৌহিদ মাসুম)। ত্রাণ সামগ্রীর স্লিপ বন্টনের দায়িত্বে ছিলেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর। • ২৯-০৩-২০২০ তারিখ মঠবাড়িয়া পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক গণ উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক সেলিম মাতুব্বরের বাসায় স্লিপ আনতে যাওয়ায়, তাদেরকে সেলিম মাতুব্বর গালিগালাজ করেন। • পরের দিন, মঠবাড়িয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল ও সহ-সভাপতি পঙ্কজ সাওজালের কাছে মঠবাড়িয়া পৌরসভা ০২ এবং ০৪ নং ওয়ার্ড এর জন্য ৮০ প্যাকেট প্রদান করেন। এবং ০৩ নং ওয়ার্ড এর জন্য কালাম চৌকিদার কে ৩০ প্যাকেট প্রদান করেন। • ৩০-০৩-২০২০ তারিখ রাত্রে কবির জমাদ্দার মারা যাওয়ায় সব নেতা কর্মী সেখানে যাওয়ার সুযোগে রাতে গুরু-ওস্তাদ খ্যাত নেতারা ১৬০ প্যাকেট মোটরসাইকেল করে বাসায় নিয়ে যায়। • তাহলে কি আজিজুল হক সেলিম মাতুব্বর, আপনি ওয়ার্ড আওয়ামীলীগের নেতা কর্মীদের মাঝে সরাসরি ত্রাণ সামগ্রী বন্টন না করে, এই চোরদের চুরি করতে সহযোগিতা করলেন!! করোনা মহামারি দুর্যোগের সময় জেলা সভাপতির দেওয়া ত্রান-সাহায্য অসহায়, দুস্ত গরীবের জন্য বন্টন না করে যারা নিজেরা বাড়ীতে নিয়ে গেলেন!! তারা একটা বার ভাবলেনঃ!! মঠবাড়ীয়া সকল রাজনৈতিক নেতা,সন্মানিত জনসাধারণ তথা আইনপ্রয়োগকারী সংস্থা তদুপরি দৃস্টি আকর্ষণ করছি জেলা চেয়ারম্যান, জেলা আওয়ামিলীগ সভাপতি ত্রান মন্ত্রালয় একটা তদন্ত করে দেখুন তারা কি আসলেই জাতিরজনকের আদর্শের রাজনীতি করেন নাকি নিজের পকেট রাজনীতি করেন? এদের কি করা দরকার!! সকল সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ সামনে আরো ত্রান-সাহায্য আসবে হয়তো,, আপনারাও জাতীর সুর্য সন্তান,,জাতীর ক্লান্তিকর মুহুর্তে সবচেয়ে এগিয়ে আসেন আপনারা,,, জীবনের ঝুঁকিও কিন্তু আপনারা নিয়ে কাজ করছেন,, তাই আপনাদেরই সহযোগিতা করা দরকার সবার আগে, আপনাদের অন লাইন পত্রিকায় এ ঘটনা প্রকাশ করুন,চিহ্নিত করুন,, কারা এ ঘটনা ধামাচাপা দিতে উঠেপড়ে লেগেছে!! ইতোমধ্যে কেন জেলা চেয়ারম্যান এবং সভাপতি সহ মঠবাড়ীয়ার UNO এবং থানার ওসিকে জানানো দরকার,, ভবিষ্যতে এরা হয়তো পুরো মঠবাড়ীয়ার ত্রান ঘায়েব করতেও পারে। আপনি আমি যে যার অবস্থান থেকে সাহায্য করবো এটাই তো হওয়ার কথা।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...