দেবদাস মজুমদারঃ মঠবাড়িয়ায় মহান মুক্তিযুদ্ধের সংগঠক , ঐতিহ্যবাহী কেেএম লতিফ ইনস্টিটিউশনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়াত নূরুল ইসলাম( বি,এস,সি) এর দশম মৃত্যুবিার্ষিকী ।
তিনি এ জনপদে একজন আদর্শবান গুণি শিক্ষক ছিলেন। ছিলেন বিদ্বজন ও সমাজহিতৈষী।
এ গুণিজনের দশম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
তাঁর আত্মার শান্তি কামনা করছি।