ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে করোনায় মৃত্যু ৬৩🔴 লকডাউনে শহর এলাকায় কঠোরতা

পিরোজপুরে করোনায় মৃত্যু ৬৩🔴 লকডাউনে শহর এলাকায় কঠোরতা

পিরোজপুর প্রতিনিধি 🔻
কারনোভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলমান কঠোর লকডাউনের ৩য় দিনে পিরোজপুর জেলায় শহর এলাকায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। রাস্তায় অপ্রয়োজনে বের হলেই জরিমানা করে ফিরিয়ে দেয়া হচ্ছে বাড়িতে।
শহরের বিভিন স্থানে পুলিশ চেকপোষ্ট বসিয়ে মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনের আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্ষেত্রবিশেষ আটক করা হচ্ছে মোটর সাইকেলও। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে জেলা ও উপজেলার সদরের শহর এলাকায় পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট।
তবে শহর এলাকায় প্রশাসন লকডাউন বাস্তবায়নে কঠোরতা দেখালেও জেলা শহর ও উপজেলা শহর এলাকার বাইওে পাড়া-মহল্লায়, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে কোন লোকডাউন বাস্তবায়ন হচ্ছে না। সেখানে মানা হচ্ছে না নুন্যতম স্বাস্থ্যবিধিও। সোমবার পিরোজপুর জেলা শহর, শহরতলীসহ উপজেলা ও গ্রাম এলাকায় ঘুরে এসব চিত্র দেখা গেছে।
পিরোজপুর শহরে লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। শহরের বিভিন্ন মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে এর মধ্যেও শহরের কাপুড়িয়া পট্টি, চুড়ি পট্টি এলাকায় কিছু ব্যবসায়ী দোকানের মধ্যে ক্রেতাদের ঢুকিয়ে দোকানঘর বাইরে থেকে তালাবদ্ধ করে রেখে বেচাকেনা করছে।
এদিকে, শহরতলী ও ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে মানা হচ্ছে না সরকার ঘোষিত লকডাউন। পিরোজপুর-নাজিরপুর সড়কের রাস্তার পাশের হাটবাজারগুলো নিয়মিত বসছে। দোকানপাঠ নিয়মিত খোলা থাকছে। আলামকাঠী, ব্রাহ্মনকাঠী, কদমতলা, গ্যানোসাহার মোড়, পাঁচপাড়া, গনকপাড়া, কদমতলা, খেজুরতলা, নাজিরপুর চৌটাইমহল বাসষ্ট্যান্ড, নাজিপুরের ভাইজোড়া বাজার, দিঘিরজান, মাটিভাঙ্গাসহ বিভিন্ন এলাকার হাটবাজার চলছে নিয়মিত। এসব এলাকার দোকানপাট অধিক রাত পর্যন্তও খোলা থাকছে। এসব এলাকায় লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নেই কোন মনিটরিং। এলাকার ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় বাজার কমিটিগুলোর পরিচালনা কমিটির নেতৃবৃন্দও সরকারী বিধিনিষেধ মেনে চলার জন্য কোন কাজ করছে না।
এদিকে, পিরোজপুর জেলায় ২৫ তারিখ পর্যন্ত ২৪ ঘন্টায় ৫৯ জন আক্রান্ত হয়েছেন। ২জন সহ জেলায় মোট মৃত্যু সংখ্যা ৬৩ জন। পিরোজপুর সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯৩০ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন সংখ্যা ২৪৯৭ জন।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে জেলা প্রশাসন। জেলার প্রত্যেক উপজেলায় একটি ও পিরোজপুর শহরে দুইটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে। তিনি জানান,কঠোর লকডাউনেও যারা আইন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। রবিবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪৭টি মামলায় ২৩ হাজার ২শ’ টাকা অর্থদন্ড করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...